চলমান সংবাদ

ভুল নম্বর দেওয়ায় খোঁজ মিলছে না আফ্রিকা ফেরত

চট্টগ্রামের দুইজনের দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রামে আসা পাঁচজনের মধ্যে তিনজনের সঙ্গে যোগাযোগ করা হলেও বাকি ২ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া মোবাইল নম্বর ভুল দেওয়ায় শনাক্ত করা যাচ্ছে না তাদের অবস্থানও। খোঁজ না পাওয়া দুইজন চট্টগ্রামের হালিশহর এবং সীতাকুণ্ডের বাসিন্দা বলে জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, আফ্রিকা ফেরত বাংলাদেশির মধ্যে যাদের মোবাইল নম্বরে যোগাযোগ করা যাচ্ছে না তাদের মধ্যে চট্টগ্রামের ৫ জন রয়েছে। এরমধ্যে তিনজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এই তিনজনের মধ্যে একজন বোয়ালখালীর, একজন মিরসরাইয়ের আর একজন সাতকানিয়ার বাসিন্দা। তবে আফ্রিকা ফেরত সাতকানিয়ার ওই ব্যক্তি বর্তমানে ঢাকার বাড্ডায় অবস্থান করছেন এবং তিনি কোয়ারেন্টাইনে আছেন। এদিকে, খোঁজ পাওয়া তিনজনের সকলেই সুস্থ এবং কোয়ারেন্টাইনে আছেন বলে জানানো হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘আফ্রিকা ফেরত ৫ জনের তিনজনের অবস্থান আমরা শনাক্ত করতে পেরেছি। তারমধ্যে দুইজন বিমানবন্দরে যে নম্বর দিয়েছে তা ভুল ছিল। যে কারণে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। যে তিনজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে তারা সুস্থ আছেন। তাদের এখনও পর্যন্ত কোনো সিম্পটম নেই। এরমধ্যে একজনের কোয়ারেন্টাইন পিরিয়ড ইতোমধ্যে শেষ। একজনের আগামীকাল শেষ হবে আর আরেকজন ২০ তারিখে এসেছেন উনার আর কয়দিন পর শেষ হবে। ‘আগামীতে যারাই আসবে সকলের পূর্ণাঙ্গ ঠিকানা রাখার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে’ —যোগ করেন তিনি। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’র বিস্তার রোধে এ বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সংক্রমণ রোধে সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দরেও।

# ০২.১২.২০২১ চট্টগ্রাম #