চলমান সংবাদ

চট্টগ্রামে যুবলীগের বর্ধিত সভায় দুই গ্রুপের মারামারি

চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও যুবলীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। নগর যুবলীগের কয়েকজন নেতাকর্মী জানান, তিনিসহ কেন্দ্রীয় নেতারা যখন প্রেস ক্লাবে আসেন তখনই স্লোগান পাল্টা স্লোগানের অবস্থান নেয় চসিক কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীসহ কয়েকটি যুবলীগ নেতাদের গ্রুপ। এসময় অবস্থান নিয়ে রনি ও ওয়াসিম অনুসারীরা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে। সাময়িকভাবে নেতাকর্মীরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীসহ যুবলীগ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে নগর যুবলীগের বর্ধিত সভা শুরু হওয়ার আগে থেকে নগরীর জামালখানসহ প্রেসক্লাব চত্বর জুড়ে নেতাকর্মীদের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা যায়। নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সঞ্চালনায় সভায় বক্তভ্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, আ ন ম শহীদুল হক চৌধুরী রাসেল, উপ-ক্রীড়া সম্পাদক আবদুর রহমান, কেন্দ্রীয় সদস্য ড. সুবোধ দেবনাথ, জসিম উদ্দিন রাজিব। বর্ধিত সভায় উপিস্থিত ছিলেন চার যুগ্ম-আহ্বায়কসহ আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবলীগ সভাপতি-সাধারণ সম্পাদক ও আহ্বায়করা।

# ৩০.১১.২০২১ চট্টগ্রাম #