চলমান সংবাদ

উন্নয়ন কর্মকান্ড যেন জনদুর্ভোগে পরিণত না হয় সেজন্য সকল সেবা সংস্থার সমন্বয় অত্যাবশ্যক- চসিক মেয়র

নগরীর উন্নয়ন কর্মকান্ড যাতে নাগরিক নিরাপত্তা বিঘœ ও জনদুর্ভোগের কারণ হয়ে না দাঁড়ায় সেজন্য সেবা সংস্থাসমূহের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি খুব শীঘ্রই নগরীর ফুটপাতগুলোকে অবৈধ দখলদারমুক্ত করে জন চলাচলে উপযুক্ত করা হবে বলেও ঘোষণা দেন। পাশপাশি পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজে কোন ধরণের গাফিলতি দৃশ্যমান হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার উচ্চারণ করেন সিটি মেয়র। মঙ্গলবার নগরীর আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনে কে.বি আবদুচ সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত চসিক ৬ষ্ঠ পরিষদের ১০ম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশক নিধনের কার্যকর ওষুধ ছিটানোসহ নালা-নর্দমা ও ঝোপ-ঝাড়সমূহ পরিকল্পিত ও সঠিক তদারকির মাধ্যমে পরিচ্ছন্নতার অভিযান শুরু করা হবে বলে জানান মেয়র। নগরীর বাজারগুলোকে পলিথিনমুক্ত করতে আজ ১ ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু হবে জানিয়ে মেয়র পরিবেশ হানিকারক পলিথিনের পরিবর্তে পাটের বা কাপড়ের তৈরিকৃত থলে ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান। মেয়র আরো বলেন, নগরবাসী পরিচ্ছন্ন নগরী দেখতে চায়। পরিচ্ছন্ন বিভাগে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করার পরেও চট্টগ্রাম নগরী পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন নগরী হয়ে উঠতে পারেনি, যা কোন অবস্থায় গ্রহণযোগ্য নয়। তিনি পরিচ্ছন্নতা ও মশক নিধন কাজে যারা নিয়োজিত আছে তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করে বলেন, কোন ধরণের গাফিলতি দৃশ্যমান হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার উচ্চারণ করেন। এছাড়া বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়ক প্যাচওয়ার্কের মাধ্যমে দ্রুততার সাথে সংস্কারের জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন মেয়র। তিনি বর্ষা মৌসুমে বৃষ্টিতে যেখানে খাল-নালা মাটি ভরাট হয়ে জলজটের কারণ হয়ে দাড়িয়েছিল সে স্থানগুলোকে চিহ্নিত করে এই শুষ্ক মৌসুমে মাটি উত্তোলনের জন্য প্রয়োজনে চসিকের জনবলের বাইরেও শ্রমিক নিয়োগ করে এই কাজটি সম্পাদন করতে স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলরদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।
# ৩০.১১.২০২১ চট্টগ্রাম #