চলমান সংবাদ

ক্যান্সার সারভাইভার্স ফোরাম এর আয়োজনে ধুমপান বিরোধী ক্যাম্পেইন সম্পন্ন

 বিগত ২৮ নভেম্বর, ২০২১ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ এ ক্যান্সার সারভাইভার্স ফোরাম এর আয়োজনে এবং ড্রাগ ইন্টারন্যাশনাল এর সহায়তায় ফুসফুস ক্যান্সার প্রতিরোধে ধুমপান বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার সারভাইভার্স ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম খান এর সঞ্চালনায় এবং পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন অফিস এর মেডিকেল অফিসার ডাঃ রোমানা রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রফিকুল ইসলাম। “ফুসফুস ক্যান্সার প্রতিরোধে ধুমপান বর্জনের প্রয়োজনীয়তা” শীর্ষক আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগ এর সহকারী অধ্যাপক ডাঃ আলী আসগর চৌধুরী। তিনি বলেন, ধুমপানের কারণে প্রতি বছর ৭ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে। ফুসফুস ক্যান্সার, স্বর যন্ত্রের ক্যান্সার, স্ট্রোক, হৃদরোগসহ নানা সমস্যা দেখা দেয়। বক্তব্য রাখেন পাহাড়তলী ভিশন মহিলা সমবায় সমিতির সভাপতি পান্না বেগম, খুলশী মহিলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি সালেহা বেগম, তৃণমূল সামাজিক সাংস্কৃতিক যুব উন্নয়ন সংস্থা এর আব্দুল হাসিব মল্লিক, এডোলসেন্ট এন্ড ইয়থ ফোরাম এর রাবেয়া বসরী তানজিনা, সমাজ সেবক-সাংস্কৃতিক ও চলচ্চিত্র কর্মী মোঃ মুরাদ হাসান প্রমুখ।

– প্রেস বিজ্ঞপ্তি