চলমান সংবাদ

পুলিশের কঠোর পাহারায় খুলল চমেক, উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

পুলিশের কঠোর পাহারায় প্রায়ই এক মাস পর খুলল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)। টানা ২৭ দিন বন্ধ থাকার পর শনিবার সকালে ক্লাসে বসেছে শিক্ষার্থীরা। সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে বিপুল পুলিশ মোতায়েন রয়েছে। গত শুক্রবার ছাত্রী হোস্টেল খুলে দিলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে ছাত্রদের ছাত্রাবাস। ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকছে। চমেক শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে ব্যাপক পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ছাত্রাবাস বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ক্লাসে আসে নি। যারা এসেছেন তারাও ভয়ের মধ্যে ক্লাস করছেন। তাদের পরিবারও শংকিত। সিএমপি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) শহীদুল ইসলাম বলেন, ‘যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অর্ধশতাধিক পুলিশ ক্যাম্পাসে মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত ৩০ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চমেক। পরে তদন্ত প্রতিবেদন অনুসারে ২৩ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় ৩১ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এসব শিক্ষার্থী সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
# ২৭/১১/২০২১ চট্টগ্রাম #