শিল্প সাহিত্য

নির্বাসন

-লীলা বতী

একটি  বিষন্ন গোধূলির  সাথে কথা হচ্ছিলো,
স্বেচ্ছা নির্বাসনের নামে দুঃখবিলাস হচ্ছে কি?
আমি মৌন রয়ে গেলাম,
জবাব দিতে পারলাম না।
এই যে রোশনাই,আলোর ঝলকানি,
আমি সব ছেড়ে পালিয়ে বেড়াই,
নির্বাসিত রাত দিন গুনে ফিরে ফিরে যাই,
আমার বেঞ্চে বারান্দায় যারা সহপাঠী  নামে ছিলো,
যারা আমায় গরম বাদামের ভাগ দিতো,
তারা মূলত  আমার বন্ধু হতে পারেনি,
দিতে পারেনি সান্নিধ্য।
তাই স্বয়ং  ঈশ্বর  করেছেন তার মতোন একা,
আমি সুনিশ্চিত  বলতে পারি,
পরবর্তী  প্রজন্ম  ও একা হবে,
তাদের হারিয়ে ফেলে,
যারা বাদামের ভাগ দেয় বেঞ্চে বসে,
একদিন তারাও ও বুঝবে,
পলাতক একটা  জীবনের মানে।।।