চলমান সংবাদ

চট্টগ্রাম বিমানবন্দরে পিসিআর ল্যাব না বসালে মন্ত্রণালয়ের সামনে অনশনের ঘোষণা সুজনের

প্রধানমন্ত্রীর নির্দেশনার দুই মাসের অধিক সময় পার হয়ে গেলেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক’র সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। চট্টগ্রামের প্রবাসীদের জন্য যদি দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম বিমান বন্দরে ল্যাব স্থাপন করা না হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সামনে গিয়ে অনশন করার ঘোষণা দেন তিনি। বুধবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় নাগরিক উদ্যোগ আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এ ঘোষাণা দেন তিনি। খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রামের অধিকাংশ প্রবাসী আরব আমিরাতের বিভিন্ন দেশে জীবন ও জীবিকার তাগিদে বসবাস করে। করোনা পরিস্থিতিতে বেশিরভাগ প্রবাসী দেশে এসে বর্তমানে আটকা পড়ে রয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করা চট্টগ্রামের প্রবাসীদের প্রধানতম দাবী। দীর্ঘদিন ধরে পিসিআর ল্যাব স্থাপন না হওয়ায় গত ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে দেশের বিমানবন্দরসমূহে জরুরি ভিত্তিতে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্দেশনার দুই মাস অতিবাহিত হলেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করা হয়নি। কিছু দুষ্ঠুচক্রের লোক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য জাহিদ হোসেন, মামুনুর রশীদ, আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, আমিরাত প্রবাসী নাছির আলম, ওয়াহিদুল আলম, হাজী মো. হোসেন, আজম খান প্রমূখ।

# ১৭.১১.২০২১ চট্টগ্রাম #