শিল্প সাহিত্য

বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন

হাসান আজিজুল হক
হাসান আজিজুল হক

বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক সোমবার রাতে রাজশাহী শহরে মারা গেছেন।

রাজশাহী থেকে সাংবাদিক আনোয়ার আলি জানিয়েছন, শহরের বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তিন দশক ধরে অধ্যাপনার পর ২০০৪ সালে অবসর নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

অধ্যাপনার পাশাপাশি তিনি বহু লেখালেখি করেছেন। একাধারে গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন তিনি। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গেও তিনি আনন্দ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

সূত্রঃ বিবিসি বাংলা