চলমান সংবাদ

পচা-বাসি খাবার ও মেয়াদহীন ওষুধ বিক্রি, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়, বিপ্লব উদ্যান, চিটাগং শ‌পিং ও কাজির দেউ‌ড়ি এলাকায় ৭টি রেস্টুরেন্টসহ ওষুধের দোকানে বিক্রি হচ্ছিল পচা-বাসি খাবার ও মেয়াদহীন ওষুধ। সোমবার (১৫ নভেম্বর) জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের অ‌ভিযা‌নে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অ‌ভিযা‌নে ‌অননু‌মো‌দিত এনার্জি ড্রিংক, রং, মেয়াদোত্তীর্ণ ওষুধ, পণ্য ও বা‌সি খাবার ধ্বংস করা হয়। পাশাপা‌শি এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ নিষ্প‌ত্তি করা হয়। চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লিশের সহায়তায় প‌রিচালিত অভিযানে নেতৃত্ব দেন অ‌ধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ৭ প্রতিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। বিপ্লব উদ্যানের ফুড হাটকে পচা-বাসি খাবার বিক্রির উদ্দেশে ফ্রিজে সংরক্ষণ করায় ৬ হাজার, ফুড ম্যাক্সাকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার, একই প্রতিষ্ঠান‌কে ফ্রিজে বা‌সি খাবার সংরক্ষণ করায় ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। মিল্ক অ্যান্ড টি রেস্টুরেন্টকে মেয়াদোত্তীর্ণ খাদ্যোপকরণ ব্যবহার ও খাদ্যে অননুমোদিত রং ব্যবহার করায় ১০ হাজার টাকা, বায়েজিদ বোস্তামি সড়কের আলী স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ৪ হাজার টাকা, প্রবর্তক মো‌ড়ের ক্যাফে সু‌ফিয়া রেস্টু‌রেন্ট‌কে রান্না করা খাবার অস্বাস্থ্যকর উপা‌য়ে খোলা অবস্থায় সংরক্ষণ করায় ৬ হাজার টাকা জ‌রিমানা করা হয় বলে অভিযান সূত্রে জানা গেছে।
# ১৫.১১.২০২১ চট্টগ্রাম #