চলমান সংবাদ

কুমিল্লায় সিপিবির মিছিল ও সমাবেশ

গতকাল ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার বেতিয়ারা শহীদ দিবসে চৌদ্দগ্রাম বেতিয়ারা শহীদ বেদীতে শ্রদ্ধানিবেদনের পর দ্রব্যমূল্য বৃদ্ধি জ্বালানী তেল, সিলিন্ডার গ্যস,বাস ভাড়া বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে কুমিল্লা শহরে বিক্ষোভ মিছিল শেষে কান্দিরপাড় পূবালী চত্ত্বরে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির সংগঠক কমরেড পরেশ করের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা কমরেড শাহআলম, নারায়ণগঞ্জ পার্টির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সংগঠক কমরেড হাফিজুল ইসলাম, যুবইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল।
সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, দেশ আজ লুটেরা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। ক্ষমতাসীন সরকার একদিকে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষরফা করে অন্যদিকে লুটেরা সিন্ডিকেটকে তোষণ করছে। সভায় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাখ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ আজ উল্টোপথে হাটছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে বাঁচাতে হলে আজ সাম্প্রদায়িকতাকে যেমন মোকাবিলা করতে হবে, তেমনি লুটররা সিন্ডকেটকেও উচ্ছেদ করতে হবে। প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে এগিয়ে নিতে এদেরকে উচ্ছেদের কোন বিকল্প নেই।তাই সকল বাম, গণতান্ত্রিক,দেশপ্রেমিক প্রগতিশীল দল, ব্যাক্তি, সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান করেন।

# ১২/১১/২০২১, কুমিল্লা #