চলমান সংবাদ

জালিয়াতির মাধ্যমে প্রায় ৩ কোটি টাকার চেক উত্তোলনের চেষ্টা, নারী আটক

চট্টগ্রামের জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ৮৬ লাখ টাকার চেক উত্তোলনের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। এই সংক্রান্ত মামলায় কোতোয়ালী থানা পুলিশ জহুরা বেগম (২৫) নামে জালিয়াত চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে। জেলা প্রশাসন কার্যালয় জানিয়েছে, জালিয়তির মাধ্যমে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর মৌজার এসপিএম প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ৭৬ শতক ভূমির ক্ষতিপূরণের ২ কোটি ৮৬ লাখ টাকার চেক উত্তোলনের চেষ্টা কওে একটি জালিয়াত চক্র। চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার উমর ফারুক বলেন, জালিয়াতির বিষয়টি নজরে এলে এর প্রেক্ষিতে জেলা প্রশাসন মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে কোতোয়ালী থানার পুলিশ অত্যৗল্প দ্রুততার সাথে জালিয়াতির চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে সিন্ডিকেটের সদস্য জোহুরা (২৫)কে ৭ নভেম্বর কক্সবাজারের উখিয়া থেকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত কঠোর। ভূমি অধিগ্রহণ শাখা এ মুহূর্তে সর্বোচ্চ স্বচ্ছতা ও সুনামের সঙ্গে সেবা দিচ্ছে। প্রতারকদের বিভিন্ন সিন্ডিকেট অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। সিন্ডিকেট বা দালাল চক্র এ প্রতারণার সঙ্গে যে-ই যুক্ত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং সবাইকে বিচারের আওতায় আনা হবে। ইতোপূর্বেও অভিযান চালিয়ে দালাল চক্রের ৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছিল।
# ০৮.১১.২০২১ চট্টগ্রাম #