চলমান সংবাদ

গণপ্রকৌশল দিবসে সিটি মেয়র দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীরা অগ্রণী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। সোমবার (৮ নভেম্বর) দুপুরে নগরীর আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ গঠন করা। ৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল ঘাতকরা। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নিত করার মিশনে দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা ব্যাপক ভূমিকা রাখছে। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।’ মেয়র বলেন, চট্টগ্রাম হলো আন্দোলন সংগ্রামের সূতিকাগার। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল এই চট্টগ্রাম থেকে। ৫২’র ভাষা আন্দোলন, ৭০’র ছয়দফা, ৭১’র মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় চট্টগ্রামের ডিপ্লোমা প্রকৌশলীরা তথা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ, চট্টগ্রাম জেলা শাখা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সর্বাধিক ভূমিকা রাখবে বলে মনে করি। আইডিইবি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী নেছার উদ্দিনের সভাপতিত্বে, বাচিক শিল্পী প্রবীর পাল ও সালমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় আইডিইবি সহসভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, প্রকৌশলী মোকলেছুর রহমান, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবীর। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জসীম উদ্দিন। আলোচনা সভা শেষে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তিন সহস্রাধিক সদস্য প্রকৌশলী ও ছাত্র প্রতিনিধিরা গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
# ০৮.১১.২০২১ চট্টগ্রাম #