চলমান সংবাদ

চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ছে ৫ শতাংশ

চট্টগ্রাম নগরীতে প্রতি ঘনমিটার পানির জন্য আবাসিক ও অনাবাসিকে ৫ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসার ৬৪তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী বছরের জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। ওয়াসা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম ওয়াসার বর্তমান সংযোগ সংখ্যা ৭৭ হাজার ২৬৫টি। এরমধ্যে আবাসিক সংযোগ ৭১ হাজার ৯৯২টি এবং অনাবাসিক সংযোগ ৫ হাজার ২৭৩টি। নগরীতে ওয়াসার সরবরাহ করা পানির ৯৩ শতাংশই আবাসিক গ্রাহকরা ব্যবহার করেন। ৫ শতাংশ হারে দাম বাড়লে আবাসিক এ প্রতি ঘনমিটার (এক হাজার লিটার) পানির দাম হবে ১৩ টাকা দুই পয়সা এবং অনাবাসিকে তা হবে ৩১ টাকা ৮২ পয়সা। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম ওয়াসার আবাসিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ১২ টাকা ৪০ পয়সা এবং বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সা করা হয়। চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) ছামছুল আলম বলেন, বোর্ড সভায় পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২২ এর (২) উপ-ধারা অনুসারে, পরিচলন ব্যয় বৃদ্ধির পেলে অতিরিক্ত খরচ বহনে বোর্ডের অনুমোদনে পানির দাম প্রতি অর্থ বছরে একবার ৫ শতাংশ পর্যন্ত সমন্বয় করার বিধান আছে। ওই বিধান অনুসারেই বোর্ড সভায় পানির দাম বৃদ্ধির বিষয়টি অনুমোদন দেয়া হয়। সভায় রেজ্যুলশন হবে এবং আগামী বোর্ড সভায় সব বিষয় যাচাই করা হবে। তারপর আগামী ১ জানুয়ারি থেকে এই দাম কার্যকর হতে পারে। ওয়াসার কর্মকর্তা ছামছুল আলম আরো বলেন, সভায় গড় বিল বন্ধ বিষয়ক সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত কমিটি আগেই নয়টি সুপারিশ করেছিল। সুপারিশগুলো বাস্তবায়নের বিষয়টি বোর্ড অনুমোদন দিয়েছে। গত অগাস্টে বোর্ড সভায় এ সংক্রান্ত চার সদস্যের কমিটি – তিন মাসের মিটার রিডিংয়ের গড়ের ভিত্তিতে গড় বিল তৈরি ও সংশোধনের সুপারিশ করে। পাশাপাশি কোনো সংযোগের বিপরীতে কোনোভাবেই তিন মাসের বেশি গড় বিল তৈরি না করতে সুপারিশ করেছিল কমিটি। প্রসঙ্গত এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক দফা পানির বাড় বাড়িয়েছিল চট্টগ্রাম ওয়াসা। তখন আবাসিকে প্রতি ইউনিট (এক হাজার লিটার) ৯ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ৯ টাকা ৯২ পয়সা এবং বাণিজ্যিক খাতে প্রতি ইউনিট ২৬ টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে ২৭ টাকা ৫৬ পয়সা করা হয়। এরপর ২০১৯ সালের অগাস্টে পানির দাম প্রায় দ্বিগুণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল চট্টগ্রাম ওয়াসা। কিন্তু সেই প্রস্তাবে মন্ত্রণালয় রাজি না হাওয়ায় গত বছরের ১ মার্চ দ্বিতীয় দফা পানির দাম পুনঃনির্ধারণ করে। সে অনুযায়ী আবাসিকে পানির দাম ছিল ১২ টাকা ৪০ পয়সা এবং অনাবাসিকে ৩০ টাকা ৩০ পয়সা।
# ০৪.১১.২০২১ চট্টগ্রাম #