চলমান সংবাদ

সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত-মদদদাতাদের বিচার দাবি চট্টগ্রামে

বিভিন্ন সংগঠনের প্রতিবাদ-বিক্ষোভ দেশের বিভিন্ন জেলায় শারদীয় দুর্গাপূজা চলাকালে মন্ডপ-মন্দিরে তান্ডব, পূজা পরবর্তী হিন্দুদের ওপর সাম্প্রদায়িক সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ সমাবেশ-মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। এসব কর্মসূচি থেকে সাম্প্রদায়িক হামলাকারী ও মদদদাতাদের গ্রেপ্তার-বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সাম্প্রদায়িকতা প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটির উদ্যোগে শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাঘর দক্ষিণ জেলার কমিটির সভাপতি সাংবাদিক জসিম চৌধুরী সবুজ’র সভাপতিত্বে ও খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সম্পাদকমন্ডলীর সদস্য শ্যামল বিশ্বাস, উত্তর জেলা খেলাঘর সভাপতি খোরশেদ আলম, কেন্দ্রীয় সদস্য প্রদীপ ভট্টাচার্য্য, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, অধ্যাপিকা রোজী সেন, দক্ষিণ জেলার সহ-সভাপতি শামসুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিক, শিক্ষক নেতা অধ্যাপক শিব প্রসাদ শূর, চন্দন পাল, আবৃত্তিকার প্রণব চৌধুরী, খেলাঘর দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব বসু, উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ কাশেম, খেলাঘর দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক হামলা ও মৌলবাদীদের ঘৃণ্য চক্রান্তে দেশ যেমন পিছিয়ে পড়ছে তেমনি জনগণের মধ্যে বিভেদ বাড়ছে আর এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের আগামী প্রজন্ম। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণে শিশু কিশোরদের অসাম্প্রদায়িক চেতনা, মানসিক ও মানবিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মান্ধতার বীজ রোপিত হয়েছে যার কুফল আমরা এখন ভোগ করছি। ধর্মীয় উন্মাদনা এবং বিভেদ সৃষ্টির কারণে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। কোমলমতি শিশুদের মননে নেতিবাচক প্রভাব বিস্তার করছে। বক্তাগণ অবিলম্বে ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করেন। এদিকে শুক্রবার (২২ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর, রামকৃষ্ণ মঠ ও মিশন, চট্টগ্রাম জেলা সৎসঙ্গ, শ্রীশ্রী রাম ঠাকুর সেবাশ্রমসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, আসকারদীঘির পাড় এস এস খালেদ রোড, পাহাড়তলী কৈবল্যধাম এলাকাসহ বিভিন্ন স্থানে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, কুমিল্লার ঘটনায় ইকবাল হোসেন নামে যাকে শনাক্ত করা হলো তাকে ‘ভবঘুরে’ সাজিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম সম্পাদক অর্পণ কান্তি ব্যানার্জী, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী শক্তিনাথানন্দ প্রমুখ। অন্যদিকে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় উদ্বেগ ও হতাশা জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৪ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, ‘দেশের সর্ববৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব চলাকালে বিভিন্ন জেলায় পূজা মন্ডপ ও হিন্দু লোকালয়ে যেসব হামলা, হত্যা ও ধ্বংসযজ্ঞ চলেছে, তাতে নাগরিক সমাজের অংশ হিসেবে আমরা লজ্জিত, হতাশ, ক্ষুব্ধ।’ বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে সই করেছেন- শিক্ষাবিদ আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন, শহিদজায়া বেগম মুশতারী শফি, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, অধ্যাপক সিকান্দার খান, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, ড. মাহবুবুল হক, শিল্পী আবুল মনসুর, কবি ও সাংবাদিক আবুল মোমেন, ড. আনোয়ারা আলম, ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, শিল্পী অলোক রায় ও ফেরদৌস আরা আলীম।
# ২২.১০.২০২১ চট্টগ্রাম #