চলমান সংবাদ

সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে চবি শিক্ষকের প্রতিবাদ

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে, প্ল্যাকার্ড হাতে একাই দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ ভাস্কর্যের সামনে অবস্থান করে এই প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। প্রখর রোদে এক ঘন্টার অধিক সময় তিনি চোখ বাঁধা অবস্থায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকেন। এতে লেখা ছিল, ‘দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন।’ প্রতিবাদী শিক্ষক আতিকুর রহমান বলেন, ‘দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি, উপাসনালয়ের ওপর হামলা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে শিক্ষক হিসেবে এর প্রতিবাদ জানাই। একটি স্বাধীন রাষ্ট্রে কোনো সম্প্রদায় এভাবে নির্যাতিত হতে পারে না। যেহেতু তারা এ দেশের নাগরিক, আমাদের মতোই দেশের সবকিছুতে তাদের অবদান রয়েছে, তাদের রক্ষা ও নিরাপত্তার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। সহিংসতায় জড়িতদের শাস্তি দাবি করে তিনি বলেন, এই দেশ কোনো একক ধর্মাবলম্বী বা গোষ্ঠীর জন্য স্বাধীন হয়নি। এ দেশের স্বাধীনতা কোনো বিশেষ গোষ্ঠীর নয় বরং সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। এই স্বাধীন দেশে আমরা অসাম্প্রদায়িকতার চর্চা দেখতে চাই।’

# ১৮.১০.২০২১ চট্টগ্রাম #