চলমান সংবাদ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের সমাধিতে হাইকমিশনের শ্রদ্ধা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে কমনওয়েলথ দেশগুলোর পক্ষে লড়াই করে মৃত্যুবরণ করা ভারতীয় সৈন্যদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশটির হাই কমিশনের ঢাকা ও চট্টগ্রামের কর্মকর্তারা। ভারতীয় হাই কমিশনের ঢাকার প্রতিনিধি ছাড়াও চট্টগ্রামের সহকারী হাই কমিশনারও এসময় ছিলেন। রোববার (১৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর ওয়ার সিমেট্রিতে গিয়ে ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী এবং হাই কমিশনের প্রতিনিধি দু’জন প্রতিরক্ষা কর্মকর্তা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে হাই কমিশন তাদের দেশের সাহসী সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আরাকানে অপারেশন পরিচালনার জন্য চট্টগ্রামের গভীর নৌ-বন্দর একটি উৎকৃষ্ট ঘাঁটি ছিলো এবং একটি উল্লেখযোগ্য হাসপাতাল কেন্দ্রও ছিল। মূলত হাসপাতালের কর্মীদের জন্য তৈরি সমাধিস্থলটি বেশ কয়েকটি বিচ্ছিন্ন স্থান থেকে মরদেহ সৎকারের জন্য সম্প্রসারণ করা হয়েছিল। এখানে ৭৫১টি যুদ্ধসমাধি রয়েছে, এর মধ্যে ১৪ জন নাবিক, ৫৪৫ জন সৈন্য এবং ১৯৪ জন বিমানবাহিনীর সদস্য। এছাড়াও এই যুদ্ধ সমাধিতে ৪টি বিশ্বযুদ্ধের নয়, এমন সমাধিও আছে। এখানে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, বার্মা (মায়ানমার), নেদারল্যান্ডস, জাপান এবং অবিভক্ত ভারতের সৈন্যদের সমাধি আছে। অবিভক্ত ভারতের ২১৪ জনের সমাধির মধ্যে ১০ জনের বেশি রয়েছন, যারা বর্তমান বাংলাদেশের অধিবাসী। এসব ব্যক্তিরা ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। সমাধিস্থলের প্রবেশদ্বারে চট্টগ্রাম স্মৃতিসৌধ আছে, যা রয়্যাল ইন্ডিয়ান নেভি এবং মার্চেন্ট নেভির ৬ হাজার ৪৬৯ জন নাবিকদের স্মরণ করে, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। হাই কমিশন বলছে, স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের সঙ্গে ভারত শ্রদ্ধার সঙ্গে সেসব সাহসী নারী-পুরুষদের স্মরণ করছে, যারা আগামীর জন্য নিজেদের বর্তমানকে বিসর্জন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের আত্মত্যাগ মিত্র দেশগুলোর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতীয় সৈন্যরা যুদ্ধের সমস্ত ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছিল।
# ১৭.১০.২০২১ চট্টগ্রাম #