কবি শাহিদ আনোয়ার স্মরণে শিল্প সাহিত্য

শাহিদ আনোয়ার অন্যরকম এক বাড়িতে

-আবসার হাবীব

শাহিদ মনে মনে বিশ্বাসে লালন করতো
লাল পাতাকার স্বপ্ন
সাধারণ মানুষের মুক্তির জাগরণ সঙ্গীত
একদিন জনতার জয় আসবেই

শাহিদকে দেখেছি মিছিলের অগ্রভাগে
শ্লোগানে শ্লোগানে মুক্তির গান
এইতো একজন রাজনৈতিক যোদ্ধার মূলমন্ত্র
একজন কবিরও

শাহিদ হেঁটে হেঁটে মিছিলে মিছিলে দৃপ্ত পায়ে
এগিয়ে পিছিয়ে রাজনৈতিক কৌশলে
কবিতায় বিশ্বাসে দীপ্র ভঙ্গিমায়
প্রেমে নিজেকে সমর্পণ নিজস্ব মাত্রায়

শাহিদ ফিরে গেলো অন্যরকম এক বাড়িতে
যে বাড়ির ঠিকানায় কোনো চিঠি যাবে না
‘শাহিদ শাহিদ’ বলে চীৎকার করে
কেউ কখনো দরোজায় ঠোকা দেবে না