চলমান সংবাদ

সিআরবিতে হাসপাতাল নির্মাণের  সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি অব্যাহত আছে

 গতকাল শুক্রবার বিকেলে প্রতিবাদী বাউল গানের আয়োজন করে নাগরিক সমাজ, চট্টগ্রাম। নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত বাউল গানের আসরে, বিকাল চার থেকে শুরু হয়ে রাত আটটা পযন্ত চলে গানের আয়োজন। বাউল কণ্ঠে প্রতিবাদী উচ্চারণে অগুনতি শ্রোতা-দর্শক সমঝদার প্রতিবাদ জানান চট্টগ্রামে সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ার।‌ গান পরিবেশন করেন কুষ্টিয়ার ছেউড়িয়া থেকে আসা সাধক শিল্পী রাখি শবনম, মানিকগঞ্জের সৈয়দ মোহাম্মদ হোসেন শাহ, লালন গবেষক হানিফ মিয়া ও বাউল গবেষক স্বপন মজুমদার, মোহাম্মদ হোসেন। চট্টগ্রাম নগরের ইতিহাস–ঐতিহ্য সমৃদ্ধ সিআরবি এলাকায় এভাবে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে সোচ্চার হয়ে আন্দোলন পরিচালনা করে আসছে নাগরিক সমাজ চট্টগ্রাম। এ নিয়ে তিন মাস চারদিন ধারাবাহিক আন্দোলন চলছে, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। গতকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক সমাজ, চট্টগ্রামের কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কবি ও শিক্ষক হোসাইন কবির, শিক্ষক ইদ্রিস আলী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী,সাংবাদিক নেতা কাজী মহসিন, সজল চৌধুরী, মিঠুল দাশ গুপ্ত,ঋত্বিক নয়ন, প্রনব চৌধুরী, নুরুল আজিম রনি, মোরশেদ আলম, সাবের আহমেদ,তাপস দে, নারীনেত্রী আফরোজা আলম, মিনু মিত্র, টিটু দত্ত, মাহমুদুল করিম, আনোয়ার পলাশ, মাইমুন উদ্দিন মামুন, সাজ্জাদ হোসেন জাফর, মজিদ রহমান বিপ্লব প্রমুখ।

# ০৮/১০/২০২১, চট্টগ্রাম #