চলমান সংবাদ

সিআরবি রক্ষার আন্দোলন হচ্ছে চট্টগ্রাম রক্ষার আন্দোলন

-চট্টগ্রামের ফুসফুস রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান

সিআরবি রক্ষার দাবিতে সোচ্চার হয়েছে চট্টগ্রামের বিভিন্ন শ্রেনি-পেশার আপামর জনসাধারণ। গান, কবিতা আবৃত্তি, কথামালা, অভিনয়, চিত্রাঙ্কন, সাইকেল র্র‌্যালি, মশাল মিছিলসহ নানা প্রতিবাদি কর্মসূচীর মধ্য দিয়ে সিআরবি রক্ষার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সচেতন নাগরিকবৃন্দ। সিআরবি রক্ষায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৫ অক্টোবর) নাগরিক সমাজের মঞ্চে অনুষ্ঠিত হয় একক অভিনয়। অভিনয় করেন বিশিষ্ট মঞ্চ অভিনেতা সুচরিত চৌধুরী টিংকু। তিনি ঐতিহাসিক “নবাব সিরাজুদ্দৌলা” নাটকের অংশবিশেষ অভিনয় করেন। পাশাপাশি সমাবেশে বক্তারা বলেন, শত বছরের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে। বক্তারা প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনি-পেশার ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। জাসদ নেতা জসিম উদ্দিন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,কো-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ,কবি হোসাইন কবির, বেলায়েত হোসেন, শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন কোহেল, কবি আবু মুছা চৌধুরী, ঋত্বিক নয়ন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ, মোরশেদ আলম,সৈয়দ নাফিজ উদ্দিন, লেখক দিলরুবা খানম, মোহাম্মদ হাসনাত চৌধুরী,কবি মিনু মিত্র, আবৃত্তি শিল্পী বিপ্লব কুমার সেন,তাপস দে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদুর করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, সাজ্জাদ হোসেন জাফর, অনির্বাণ দত্ত, তৈয়বা জহির আরশি, নুরুল আজিম, যুবরাজ দাশ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদ। বক্তারা বলেন, সিআরবি প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি ও ঐতিহ্যগত এলাকা হিসেবে সংরক্ষণে সিডিএ ও সরকারের সিদ্ধান্ত, সংবিধানের বিধান। শহীদ মুক্তিযোদ্ধাদের কবর, স্মৃতিচিহ্ন সব ধ্বংস ও গুড়িয়ে দিয়ে যারা হাসপাতাল করতে চায়,তারা এ দুঃসাহস এদেশের মাটিতে কিভাবে পায়? কিন্তু তাদের চক্রান্ত আমরা সফল হতে দেবনা! যারা আজ সিআরবি ধ্বংস করে হাসপাতাল করার পক্ষে নেমেছেন,তারা চট্টগ্রামবাসীর শত্রু হিসেবে চিহ্নিত হবেন।আমরা স্পষ্ট করে বলতে চাই,জনগণের সংগঠিত আন্দোলনের সামনে সকল মিথ্যাচার,হুমকি,মুনাফালোভী মাফিয়া সিন্ডিকেটের তৎপরতার পরাজয় হবেই হবে।সিআরবিতে হাসপাতাল ও কোন স্থাপনা নির্মাণের সমস্ত অপচেষ্টা আমরা গুঁড়িয়ে দেব।জনগণের জয় হবেই!”