চলমান সংবাদ

কবি শাহিদ আনোয়ার স্মরণে প্রগতির যাত্রীর সপ্তাহব্যাপী শ্রদ্ধাঞ্জলি

“আকাশের দিকে ওড়ে লাল মাফলার”  এর কবি শাহিদ আনোয়ার গত ২৮ সেপ্টম্বর আমদের ছেড়ে অসীমের পথে পাড়ি দিয়েছেন । তিনি কবিতায় সাম্যের কথা বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেছেন । তাঁর কবিতায় জীবনের কথা এসেছে বারংবার।  তিনি আমাদের পঁচা গলা সমাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কবিতায়। তিনি শুধু কবিতা লিখেই ক্ষান্ত ছিলেন না। রাজপথে রেখেছেন সাহসী ভূমিকা। স্বৈরাচার বিরোধী লড়াইয়ে তিনি সাহসের সাথে লড়াই করেছিলেন জান্তার বিরুদ্ধে। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন ‘৮০ র দশকে । আবার সেই সময়ে বাংলাদেশের কম্যুনিস্ট পার্টিরও সদস্য ছিলেন। আমরা কবি ও রাজনৈতিক কর্মী শাহিদ আনোয়ারকে শ্রদ্ধা জানাতে চাই।

প্রগতির যাত্রী’র সম্পাদকমণ্ডলী সিদ্ধান্ত নিয়েছে আগামী ৮ অক্টোবর শুক্রবার থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৭ দিন শাহিদ আনোয়ারের কবিতা, জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তাঁর বন্ধু, কবি, রাজপথের সহযোদ্ধাদের লেখা প্রকাশ করবে।

আসুন তাঁকে আমরা শ্রদ্ধা জানাই সকলে মিলে।