চলমান সংবাদ

চট্টগ্রামে বিদ্যুতের খুঁটিতে যুবকের ঝুলন্ত মরদেহ হত্যা নাকি আত্মহত্যা- জানাতে পারেনি পুলিশ

নগরীর খুলশী এলাকায় একটি পাহাড়ে বিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় মো. খোকন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে খুলশী থানার শতাব্দী হাউজিংয়ের পাশে রূপসী পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খোকন গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রামুই তালুকদার বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তাদের বাসা নগরীর খুলশী থানার শতাব্দী হাউজিংয়ের তিন নম্বর সড়কে জমিরউদ্দিনের ভবনে। পুলিশ ও স্থানীয়রা জানান, মরদেহের পুরো শরীর তামাটে রং ধারণ করেছে। ঝুলন্ত শরীর থেকে মাংস খসে পড়ছে। কোথাও কোথাও পঁচন ধরেছিল। খুলশী থানার ওসি শাহিনুজ্জামান শাহিন বলেন, ‘লাশটা এমনভাবে বিকৃত হয়ে গেছে আমরা বয়স ও পরিচয় উদঘাটনে সময় লেগেছে আমাদের। ধারণা করা হচ্ছে ঘটনাটি কয়েকদিন আগের। মরদেহটি খুঁটি থেকে নামিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) মো. শাহ আলম বলেন, ‘স্থানীয়দের কাছে রূপসী পাহাড় নামে পরিচিত একটি পাহাড়ে এক লাখ ৩০ হাজার ভোল্টের বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটির সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। খোকনের মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গত রোববার রাত ১০টায় বাসা থেকে বেরিয়ে যান। এরপর তার কোনো হদিস ছিল না। ওই যুবক আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে- সেটি তদন্ত চলছে।
# ৩০.০৯.২০২১ চট্টগ্রাম #