চলমান সংবাদ

মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জানে আলম আর নেই

গণফোরাম নেতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জানে আলম আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে তার মৃত্যু হয়। শ্রমজীবী মানুষের আইনজীবী হিসেবে পরিচিত প্রয়াত জানে আলম চট্টগ্রামের প্রগতিশীল-গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে যুক্ত ছিলেন। প্রয়াত জানে আলমের ছোটভাই মাজহারুল আলম তিতুমির জানান, দেড় সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হন বড় ভাই জানে আলম। শারীরিক অবস্থার অবনতি হলে সাতদিন আগে তাকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। প্রয়াত জানে আলমের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বুধবার বাদ জোহরের নামাজের পর নগরীর পতেঙ্গা মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। প্রয়াত জানে আলম গণফোরাম চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ওয়েল অ্যান্ড গ্যাস ওর্য়াকার্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। চট্টগ্রাম বন্দরকে এসএসএকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামসহ সারাদেশে গড়ে ওঠা আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। জানে আলমের মৃত্যুতে ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি প্রবীন শ্রমিক নেতা তপন দত্ত গভীর শোক ও সমবেদনা জানান।

# ২৯.০৯.২০২১ চট্টগ্রাম #