চলমান সংবাদ

টাকার জন্যই দারোয়ান হাসান ভবন মালিককে খুন করে

টাকার জন্যই চট্টগ্রামে নির্মাণাধীন ভবন মালিক ও ব্যবসায়ী নেজাম পাশাকে (৬৫) ওই ভবনের দারোয়ান মো. হাসানই খুন করেছেন বলে জানিয়েছে পুলিশ। হাসানকে গ্রেপ্তারের পর বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রেয়াজউদ্দিন বাজার থেকে মো. হাসান (৪২) নামের ওই দারোয়ানকে গ্রেপ্তার করা হয়। খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন হাসান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান জানান, খুনে অভিযুক্ত হাসান তার টাকার প্রয়োজনে ভবন মালিক নেজাম পাশাকে খুন করেছে। তবে কত টাকার জন্য খুন করেছে সে বিষয়টি এখনো জানা যায়নি। হাসানের বিরুদ্ধে একটি মারামারি ও আরেকটি অপহরণের মামলাও রয়েছে। তবে ওই এলাকার বিভিন্ন ভবন মালিকের কাছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ চাঁদা দাবির বিষয়টি স্বীকার করলেও নেজাম পাশার কাছে কেউ চাঁদা চেয়েছিল কিনা সে তথ্য পুলিশের কাছে নেই বলেও জানানো হয়। হাসানকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) শাহ আলম, ওসি খুলশী মো. শাহীনুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গত সোমবার সকালে নগরীর খুলশী থানার জালালাবাদ জমির হাউজিং এলাকার একটি ভবনের পাশ থেকে নেজাম পাশা নামের ৬৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নেজাম পাশাকে খুন করে লাশটি ময়লা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ঘটনার পর থেকে পলাতক ছিলেন ভবনের দারোয়ান হাসান। খুনের ঘটনায় নেজাম পাশার স্ত্রী সেলিনা ইয়াসমিন বাদী হয়ে ভবনের দারোয়ান মো. হাসানকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায়, নেজাম ওই ভবনের মালিক। প্রতি সপ্তাহে তিনি ভবনের কাজ দেখতে এবং শ্রমিকদের বেতন পরিশোধ করতে সেখানে যেতেন। রোববারও গিয়েছিলেন।

# ২৯.০৯.২০২১ চট্টগ্রাম #