চলমান সংবাদ

করোনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ কার্যক্রম নিশ্চিত করা জরুরি

চট্টগ্রাম শহরের বিভিন্ন বিদ্যালয়ে পানি সরবরাহ ও ছাত্র-ছাত্রী স্যানিটেশান ব্যবস্থা, ছাত্রীদের জন্য ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাসহ পৃথক ল্যট্রিন-ওয়াশ কার্যক্রম বাস্তবায়নে ‘শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ কার্যক্রমের স্থায়িত্বকরণ বিষয়ক কর্মশালা’ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। ওয়াটার এইড বাংলাদেশ এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-ডিএসকে’র আয়োজনে নগরীর হোটেলে মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিএসক’র (ওয়াশ) পরিচালক এম এ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী। কর্মশায় অতিথিবৃন্দ বলেন, করোনার কারণে আমরা সবাই স্বাস্থ্য নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছি। করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর, এখন শিক্ষা প্রতিষ্ঠানে হাতধোয়া নিশ্চিত করা হয়েছে। করোনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ কার্যক্রম নিশ্চিত করা জরুরি। ওয়াটার এইড বাংলাদেশ ও ডিএসকে নিজস্ব উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টয়লেট স্থাপন এবং নিরাপদ পানির ব্যবস্থা করেছে। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ, চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসার এস এম জিয়াউল হায়দার হেনরী, ওয়াটার এইড বাংলাদেশ (আরবান) প্রোগ্রাম ম্যানেজার বাবুল বালা। এছাড়া, কর্মশালায় বিভিন্ন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। ডিএসকে ওয়াশ-৪’র প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশানের মাধ্যমে ওয়াশ কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ডিএসকে ২০০৯ সাল থেকে চট্টগ্রাম শহরে দরিদ্র বস্তি বাসীদের পানি ও পয়ঃনিষ্কাশনব্যবস্থা উন্নয়নের জন্য নানামূখী কর্মসূচি পরিচালনা করে আসছে। ওয়াটার ফান্ট ইন্টারন্যাশনাল’র আর্থিক ও কারিগরী সহযোগিতায় এই প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য স্যানিটেশান ব্যবস্থা, ছাত্রীদের জন্য অলাদা ল্যট্রিন ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থা। এটি বাস্তবায়নে বিভিন্ন সভা সেমিনার ও বিভিন্ন প্রশিক্ষন আয়োজন করা হচ্ছে।

# ২৮.০৯.২০২১ চট্টগ্রাম #