চলমান সংবাদ

চট্টগ্রামে শ্বাসরোধ করে বৃদ্ধকে হত্যা, হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নগরীতে নিজাম পাশা (৬৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নগরীর খুলশী এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে ওই ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিজাম পাশা ওই ভবনের মালিক। ঘটনার পর থেকে ওই ভবনের কেয়ারটেকার মো. হাসান পলাতক রয়েছেন। হাসানই ভবন মালিক নিজামকে হত্যা করেছে বলে সন্দেহ করছে পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর পশ্চিম খুলশীর জালালাবাদ আবাসিক এলাকার জমির হাউজিং সোসাইটির ওই ভবনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিচন পুলিশ-সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, নিজাম পাশার দুই ছেলেই বিদেশে থাকেন। এক মেয়ে রয়েছে, তারও বিয়ে হয়ে গেছে। স্ত্রী নিয়ে তিনি ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকায় গ্রামের বাড়িতে থাকতেন। ছেলেদের পাঠানো টাকায় তিনি খুলশী এলাকায় পাঁচ তলা ভবন নির্মাণ করছিলেন। স্থানীয়রা রোববার বিকেলেও নিহত নিজামকে ভবনে ঘোরাফেরা করতে দেখেন। সোমবার সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, রোববার রাত থেকে ভবনের কেয়ারটেকার পলাতক রয়েছেন। তার ঘরে হত্যাকান্ডের আলামত পাওয়া গেছে। টাকার লোভে ভবনের কেয়ারটেকারই মালিককে খুন করে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবন মালিক নিজাম পাশা এক সপ্তাহ পরপর টাকা নিয়ে ফটিকছড়ি থেকে ভবনে আসতেন। ভবনের কাজ দেখতে এবং ভবনের নির্মাণ শ্রমিকদের বেতন দেওয়ার জন্য তিনি রোববারও সেখানে গিয়েছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, নিজাম পাশাকে হাসান তার ঘরে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে খুন করেছে। এরপর মরদেহ টেনেহিঁচড়ে কক্ষ থেকে বের করে ভবনের পাশে ময়লা-আবর্জনার ভেতর ফেলে রাখে। নিজাম পাশার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের ভাতিজা মো. জাবেদ ওমর জানান, রোববার সকাল ১০টার দিকে ফটিকছড়ি থেকে ভবন তদারকির জন্য খুলশীতে যান তিনি। বিকেলের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। রাত পৌনে ১১টার দিকে নিহতের ছোট মেয়ে ফাতেমা ফোন দিলে নিরাপত্তাকর্মী হাসান পরিচয়ে এক ব্যক্তি কথা বলেন। ওই ব্যক্তি জানান, ভবন মালিক নিজাম পাশা ফোন রেখে কোথাও চলে গেছেন। কিছু নির্মাণসামগ্রী নিয়ে একটি গাড়ি আসায় ড্রাইভারকে দেয়ার জন্য ২০ হাজার টাকা প্রয়োজন। তবে বাবার সঙ্গে কথা না বলে টাকা দিতে অস্বীকৃতি জানান ফাতেমা।

# ২৭.০৯.২০২১ চট্টগ্রাম #