চলমান সংবাদ

নাগরিক সমাজের সমাবেশে বক্তারা চট্টগ্রামে একটি নয়- দশটি হাসপাতাল হোক, কিন্তু সিআরবিতে নয়

চট্টগ্রামে একটি নয়, দশটি হাসপাতাল হোক। কিন্তু প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় কোন হাসপাতাল হতে দেয়া যায় না। সিআরবি রক্ষার আন্দোলন পরিবেশ রক্ষার মানবিক আন্দোলন। পরিবেশর রক্ষা হলে মানুষ বাঁচবে। যারা সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করতে সেখানে হাসপাতাল নির্মাণের পক্ষ নেবেন, তারা চট্টগ্রামের তথা দেশের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। যে কোন মূল্যে সিআরবি রক্ষা করা হবে। আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, একটি লুটেরা বেনিয়া গোষ্ঠী চট্টগ্রামের সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে একটি বেসরকারি হাসপাতাল নির্মাণ করতে পাঁয়তারা চালাচ্ছে। স্থাপনা নির্মাণের নামে সরকারি সম্পত্তি লুটপাট ও বাণিজ্য ষড়যন্ত্র করছে। বর্ণচোরা-সুবিধাবাদীরা, যাদের কোন নিজস্ব সত্ত্বা নেই, তারাই সিআরবিতে হাসপাতাল চায়। যাদের মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা নেই, যারা টাকা বানানোর ধান্ধায় থাকেন, তারাই সিআরবিতে হাসপাতাল চায়। সিআরবি’তে হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা, শুধুমাত্র ধনীদের স্বার্থ রক্ষাকারী। এটি জনস্বার্থ পরিপন্থি প্রকল্প। সিআরবিতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর মানুষ, বিভিন্ন সেবাসংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুস্থ ধারার প্রগতিশীল ব্যক্তি সকলেই। নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান ড. অধ্যাপক ইদ্রিস আলী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাঃ ইমরান বিন ইউনুস, ১৪ দল নেতা জসিম উদ্দিন বাবুল, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব কাজী মহসিন, বেলায়ত হোসেন, রাশেদ হাসান, স্বপন মজুমদার, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ, চট্টগ্রাম শিল্প কলার যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন কোহেল। কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খেলাঘর মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম, গোলাম মোস্তফা মুশতাক, আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ,আরফাতুল মান্নান ঝিনুক, অ্যাডভোকেট রাশেদ চৌধুরী, অ্যাডভোকেট এডিএম আরুস রাসেল, মোহাম্মদ মোরশেদুল আলম, মোহাম্মদ আইয়ুব, আওয়ামী লীগ নেতা তাপস দে, সাজ্জদ হোসেন জাফর, অ্যাডভোকেট অনির্বাণ দত্ত, অ্যাডভোকেট জায়দিদ, মোহাম্মদ সাকিব প্রমুখ।
# ২৬.০৯.২০২১ চট্টগ্রাম #