চলমান সংবাদ

শ্রমিক সেজে চুরি, গ্রেপ্তার ৩

ইট ভাঙ্গা শ্রমিক পরিচয়ে নগরীর বিভিন্ন এলাকায় ভবনে ঢুকে নির্মাণ সামগ্রী চুরি করতেন সাত নারীর সংঘবদ্ধ একটি চোর চক্র। তাদের প্রত্যেকের মুখ হিজাবের মতো কাপড় এবং মাস্ক দিয়ে ঢাকা থাকে। নির্মাণাধীন ভবনের স্টোর রুমে ঢুকে সেখান থেকে বিভিন্ন সরঞ্জাম শাড়ির আড়ালে নিয়ে তারা সটকে পড়ে। গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ কলোনিতে নির্মাণাধীন একটি ভবনে এই চুরির করেন তারা। তবে ঘটনাস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকায় সাত নারীই শনাক্ত হয়েছে, যাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। গত বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শামছুনাহার বেগম (৪০), হোসনে আরা বেগম (৩৮) এবং রোকসানা ওরফে আফসানা বেগম (৪০)। বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার নারীরা একটি চক্রের সদস্য। তারা বোরকা পড়ে নগরীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনের আশেপাশে ঘুরে েেবড়ায় এবং সুযোগ বুঝে ঢুকে পড়ে। কেউ তাদের ভবনে প্রবেশের কারণ জানতে চাইলে তারা নিজেদের ইট ভাঙ্গার শ্রমিক হিসেবে পরিচয় দেয়। আর ভবনে প্রবেশ করেই বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী চুরি করে সটকে পড়ে। ওসি জানান, গত মঙ্গলবার বায়েজিদ থানা এলাকার রৌফাবাদ কলোনিতে নির্মাণাধীন একটি ভবনে নির্মাণ সামগ্রী চুরির একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় পরে থানায় একটি মামলা হয়। ভবনটির সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। টানা অভিযান চালিয়ে এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও বেশ কয়েকটি জায়গায় একইভাবে তারা চুরি করেছেন বলে জানান গ্রেপ্তার তিনজন।
# ২৩.০৯.২০২১ চট্টগ্রাম #