চলমান সংবাদ

শ্রমঘণ এলাকায় শ্রমিকদের জন্য করোনা টেস্টিং সেন্টার চালুর দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের স্মারকলিপি

শ্রমঘণ এলাকাসমূহে শ্রমিকদের জন্য করোনা টেস্টিং সেন্টার, আইসোলেশন সেন্টার ও কোয়ারেন্টাইন সেন্টার খুলে শ্রমিকদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জেলা প্রকাশক বরাবর স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। এছাড়া পাটকল, চিনিকলসমূহ আধুনিকায়ন চালু করা, শ্রমিকদের নিম্নতম মজুরি কাঠামো বাস্তবায়ন, নিরাপত্তা নিশ্চিতসহ শ্রম খাত এবং শ্রমজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দফা দাবি জানানো হয় স্মারকলিপিতে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পাটকল, চিনিকলসহ রাষ্ট্রায়াত্ত্ব সকল প্রতিষ্ঠান ধ্বংসে জাতীয় স্বার্থ বিরোধী ষড়যন্ত্র চলছে। যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে তাদের চিহ্নিত করে পাটকল, চিনিকলসহ সকল শিল্পকারখানা পরিকল্পিতভাবে আধুনিকায়ন করতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নীতি গ্রহণ করে তা দ্রুত কার্যকর করতে হবে। ষড়যন্ত্রমূলকভাবে ধ্বংসের হাত থেকে রাষ্ট্রীয় সম্পদ শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও শ্রমিকদের রক্ষা করতে হবে। শ্রমিকদের জন্য সেফটি নেটওয়ার্ক গড়ে তোলা, বেসরকারি স্বাস্থ্য সেক্টরের শ্রমিক-কর্মচারীদের জন্যদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন, শিল্পকারখানায় বেআইনি, লে-অফ, ছাটাই, টার্মিনেশন বন্ধ এবং শ্রম আইন-বিধিমালায় শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালা কানুন বাতিল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য দাবি জনানো হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন স্কপ’র আহবায়ক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত, জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি শফর আলী, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এএম নাজিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন সংঘের মোহাম্মদ মামুন, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের রিজওয়ানুর রহমান খান, বাংলাদেশ লেবার ফেডারেশনের চৌধুরী মোহাম্মদ আলী, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের জাহিদ উদ্দিন শাহীন প্রমুখ নেতৃবৃন্দ।
# ২২.০৯.২০২১ চট্টগ্রাম #