চলমান সংবাদ

মুক্তিযোদ্ধা আ’লীগ নেতা কাজী ইনামুল হক দানু কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর ৮ম মৃত্যুবার্ষিকী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে। স্মরন অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী ইনামুল হক দানু মুক্তিযুদ্ধের একজন সম্মুখ যোদ্ধা। জীবনের সবটুকু অংশই আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জন্য উৎসর্গ করে গেছেন। ছাত্রজীবন থেকে শুরু করে আমৃত্যু সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন নেতৃত্বে অগ্রভাগে। দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে নিঃস্বার্থভাবে সাহসিকতার সাথে কাজ করেছেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আজীবন রাজনীতি করে গেছেন কিন্তু কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। বুধবার (২২ সেপ্টেম্বর) মহানগর উপলক্ষে নগরীর জয়নগর বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন প্রয়াতের কবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর স্মরণে আলোচনা সভা ছাড়াও খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুখ। যুবলীগের স্মরণ অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নগর যুবলীগ নেতা আরশাদ হোসেন আসাদ, মরহুম কাজী ইনামুল হক দানুর পুত্র কাজী রাজেশ ইমরান, ওয়াহিদুল আলম শিমুল, তাজউদ্দিন রিজভী প্রমুখ। চকবাজার থানা আওয়ামী লীগের অনুষ্ঠানে ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মো. আনসারুল হক, সহসভাপতি আমিনুল হক চৌধুরী, শেখ হারুনুর রশীদ, যুগ্ম -সাধারণ সম্পাদক জাফর আহম্মদ চৌধুরী প্রমখ।

# ২২.০৯.২০২১ চট্টগ্রাম #