শিল্প সাহিত্য

‘মেঘেরা’

–  শুক্লা ইফতেখার

 সন্ধ্যায় গভীর নীলের বুকে ছড়ানো ধূসর-কালো মেঘেদের
ধীরে ধীরে সরে সরে যাওয়া দেখাও তো
অমল আনন্দে বাঁচার অনুষঙ্গ হতে পারে!  
বিকেলটা যেন আমার সূর্যোদয় থেকে হাঁটতে শুরু করে
সহজ-জটিল শত প্রশ্নে প্রশ্নে দীর্ঘ পথ পার হয়ে
আজ এই এক সন্ধ্যায় এসে গড়িয়ে পড়ে।
আমি উন্মন তাকিয়ে দেখি,
আমার আকাঙ্ক্ষার স্মৃতিগুলো
মেঘের উপমা হয়ে আকাশে ওড়ে।
কেটে তো গেল জীবন জীবনের সাথে বোঝাপড়া করে।
নিঃশর্ত সমর্পণে কী যে নির্ভার ছিল সেই সময়!
প্রশস্তির প্রচ্ছদে আঁকা প্রবঞ্চনা-গাথাও ছিল,
আপাত সত্য দেখে ব্যাকুল হওয়ার বিভ্রান্তি ছিল গভীরে
মরমে মরেছি যতো অভিমানদীর্ণ অনুরাগে। 
আবার আঙুলে আঙুল জড়িয়ে কেটেছে
নিটোল প্রণয়সুখে কতো সাঁঝ ভরে।
যেতে যেতে মেঘেরা আমাকেও কি দেখে ফিরে ফিরে?