চলমান সংবাদ

ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত পদবী অবনমনের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত পদবী অবনমনের ষড়যন্ত্রের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক ছাত্র-শিক্ষকদের সমাবেশ শেষে পদযাত্রা মিছিল নিয়ে সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধি দল আইইবি নেতৃবৃন্দের কাছে প্রতিবাদলিপি হস্তান্তর করেন। পরিষদের চট্টগ্রাম জেলার আহবায়ক ও চট্টগ্রাম পলিটেকনিকের প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি)এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলার সভাপতি মো. নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক ভিপি আবু মোহাম্মদ মহিউদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সংদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন আহমেদ, গণপূর্ত ডিপ্রকৌসের সাধারণ সম্পাদক খোরশেদ আহমদ, সওজ ডিপ্রকৌসের সভাপতি মো. জামাল উদ্দিন, প্রফেশনাল ডিপ্লোমা প্রকৌশলী এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, চট্টগ্রাম ওয়াসা ডিইএ’র সভাপতি মোহাম্মদ ইউছুপ, দয়াল চন্দ্র চাকমা, জেলা আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জয়দেব বৈদ্য, চপই ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি প্রমুখ। সমাবেশে বক্তারা ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক ছাত্র শিক্ষকদের পেশা ও কারিকুলামগত সমস্যাসমূহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনার আলোকে গত একদশকেও সমাধান না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দেশ ও জাতির স্বার্থে ডিপ্লোমা প্রকৌশলীরা যখন কাজ করছে তখন ডিগ্রী প্রকৌশলীদের সংগঠন আইইবি ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত পদবী অবনমনের ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়নে কুচক্রী মহলের সাথে একাত্ম হয়েছেন। আইইবি’র মতো পেশাজীবী প্রতিষ্ঠান প্রকাশ্যে কুচক্রীদের সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করায় তীব্র ঘৃণা ও নিন্দা জ্ঞাপন করা হয়। # ২১.০৯.২০২১ চট্টগ্রাম #