চলমান সংবাদ

তামিম ইকবালকে টি২০ বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি

টি২০ বিশ্বকাপ স্কোয়াডে বাংলাদেশ টিমের ওপেনার তামিম ইকবালকে ফিরিয়ে আনার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে চট্টগ্রামের ক্রিকেট পাগল তামিম ভক্তরা। ‘ক্রিকেট প্রেমী চট্টগ্রামবাসী’ ব্যানারে নগরীর কাজীর দেউড়ি চত্বরে মঙ্গলবার (১৪ সেপ্টেম্ব) বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, তামিমকে ষড়যন্ত্রের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তামিমের অভিমানকে দায়ী করা হচ্ছে। বিসিবিতে নীলনকশা চলছে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে অপমানজনকভাবে বিদায়, মাহমুদ উল্লাহর টেস্ট থেকে অভিমানী সরে দাঁড়ানো, মুশফিকের উইকেট কিপিং থেকে সরে দাঁড়ানো এবং তামিম ইকবালের অভিমানী দূরে থাকা। সব নীলনকশার ষড়যন্ত্রের জাল এবং বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার অংশ। সর্বোপরি বিশ্বক্রিকেটে উড়তে থাকা বাংলাদেশকে দমিয়ে রাখার ষড়যন্ত্র। তারা বলেন, বাংলাদেশ ক্রিকেটের ওপেনিংএ তামিমের বিকল্প নেই। তামিমের বিকল্প তামিমই। আমরা প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। প্রধানমন্ত্রী বিসিবি সভাপতি, কোচ, সিনিয়র ক্রিকেটারদের নিয়ে তামিমের সাথে বসবেন আশাকরি। তামিমকে ফিরিয়ে আনবেন। বিসিবির সাথে সিনিয়র ক্রিকেটারদের সাথে যে মনোমালিন্য, রাগ অভিমান চলছে তা নিরসন করবেন। বক্তারা বলেন, বিসিবি তামিমকে নেপালে অনুষ্ঠিতব্য টি২০ লীগে খেলার অনুমতি দিচ্ছে কিন্তু নিজের মাতৃভূমির পক্ষে খেলানোর জন্য চেষ্টা করছেন না। আমরা এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তামিমের ক্যারিয়ার ও বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের পাঁয়তারা করছে দেশীয় ও বৈশ্বিক ক্রিকেট মাফিয়ারা। আমারা চাই তামিম ফিরে আসুক। আর তামিমের প্রতি অনুরোধ করছি রাগ-অভিমান ছেড়ে দেশ মাতৃকার টানে টি২০ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত বিবেচনা করার। আমরা তামিমকে ছাড়া টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা গুরুত্ব হারাবে। প্রয়োজনে আমরা আরো কর্মসূচি পালন করবো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে এবং ওমর কাইয়ুম ও নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাকির হোসেন, মোঃ মামুন, মিঠুন বৈষ্ণব, মোঃ বেলাল, হামিদ, জাসেদ খান জাসু, মো. ফরিদ, লিমন চৌধুরী বাপ্পা, গাজী রিফাত, মহিউদ্দিন আবসার, কামরুজ্জামান, মো. জুয়েল, মামুন, ওমর ফারুক প্রমুখ।

# ১৪.০৯.২০২১ চট্টগ্রাম #