চলমান সংবাদ

চট্টগ্রামে নালা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন একটি নালা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে চমেক হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশের নালা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীরা নালা পরিস্কারের সময় নবজাতকের মরদেহ দেখতে পান। পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নালায় পড়েছিল, আরেকটি পাশে ছিল ক্ষতবিক্ষত অবস্থায়। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। মরদেহ দুইটি হাসপাতালের মর্গে নেয়া হয়। দুটিই প্রি-ম্যাচিউরড বেবি। এটা অস্বাভাবিক কিছু নয়। অনেক সময় নির্ধারিত সময়ের আগে মৃত বাচ্চা প্রসব হয়। এটাও সেরকমই হবে। তিনি বলেন, প্রিম্যাচিউর বেবি, নবজাতকের মরদেহ চমেকের বিভিন্ন পাহাড়ে দাফন করা হয়। এ ধরনের দুইটি নবজাতকের মরদেহ শেয়াল-কুকুর টেনে নালায় ফেলেছে হয়তো। এরপরও কারা ফেলে গেছে, সেটা আমরা খতিয়ে দেখব। নবজাতকের মরদেহ দুটি আপাতত চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশ দুটি আনজুমানে মফিদুল ইসলামে দেওয়া হবে। চমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রাজিব কুমার পালিত বলেন, কিন্তু কিভাবে কখন প্রিম্যাচিউরড বেবির মরদেহ কারা ড্রেনে ফেলে দিয়ে চলে গেলো এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এটা অনুসন্ধান করতে হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মান্নানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ২০ আগস্ট নগরীর মেহেদীবাগ সরকারি কলোনি সংলগ্ন নালায় ভেসে আসে নবজাতকের মরদেহ। এছাড়া গতবছর ২৪ আগস্ট বন্দর থানা কার্টনভর্তি দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে বন্দর থানা পুলিশ।