চলমান সংবাদ

অনুমোদনহীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরীর পাহাড় সংরক্ষণের দাবি ক্যাব’র

 চট্টগ্রামের কোর্ট হিল (পরীর পাহাড়) এলাকায় পরিবেশবিধ্বংসী দখলবাজি, খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণ এবং এ কাজে বাধা প্রদান না করায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ ও পরিবেশ অধিদপ্তর দায়িত্বহীনতার পরিচয় প্রদান করেছে বলে অভিযোগ করেছে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। পাশাপাশি অবিলম্বে পরীর পাহাড় এলাকায় পরিবেশবিধ্বংসী ও অনুমোদনহীন অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপত্যের পরীর পাহাড় সংরক্ষণের দাবি জানান তারা। রোববার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই অনুমোদনবিহীন ও সম্পূর্ণ অবৈধভাবে বেশকিছু ঝুঁকিপূর্ণ স্থাপনা, রাস্তার ওপর যত্রতত্র পার্কিং, স্টেশনারি দোকান, খাবার হোটেল, কম্পিউটার দোকান, অস্থায়ী কাঁচাবাজার, শুঁটকি বাজার, ভ্রাম্যমাণ হকার বসার কারণে পরীর পাহাড় বর্তমানে ইট-পাথরের জঞ্জালে পরিণত হয়েছে। কোট বিল্ডিং-এর প্রবেশপথেও দোকান, মোটরসাইকেল পার্কিং-এর কারণে আদালতের বিচারপ্রার্থী, অন্যান্য আগন্তুককে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়তে হয়। যার কারণে সাধারণ মানুষ ও সরকারি-বেসরকারি আগন্তুক ও বিচারপ্রার্থীদের বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। পরিবেশবিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে এতে ভূমিকম্প, ভূমিধস বা অগ্নিকান্ডের মতো পরিস্থিতির উদ্ভব হলে মারাত্মক মানবিক বিপর্যয় হতে পারে।’ ক্যাব নেতৃবৃন্দ বলেন, পরীর পাহাড়ের কোর্ট বিল্ডিং-এর বিভিন্ন অংশে অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ সম্প্রতি তাদের প্রতিবেদনে জানিয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসের চারপাশে এবং জহুর হকার মার্কেটের দক্ষিণাংশে সেমিপাকা স্থাপনা রয়েছে। এগুলোয় বৈদ্যুতিক সংযোগ এবং কয়েকটিতে গ্যাস ও পানির সংযোগ আছে। এসব স্থাপনার জন্য সিডিএ থেকে অনুমোদন নেওয়া হয়নি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপত্যের অংশ কোর্ট হিল এলাকায় অনুমোদনহীন স্থাপনা অপসারণ ও নতুন স্থাপনা গড়তে বাধা দেয়ার ব্যর্থতার দায় সিডিএ ও পরিবেশ অধিদপ্তরকে নিতে হবে। অবিলম্বে পরীর পাহাড় এলাকায় পরিবেশবিধ্বংসী ও অনুমোদনহীন অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপত্যের পরীর পাহাড় সংরক্ষণ করা জরুরি। বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান।
# ১২.০৯.২০২১ চট্টগ্রাম #