শিল্প সাহিত্য

মোমেনশাহী

– লীলাবতী

এই ছিদ্রহীন অন্ধকার,
এই জন্মে আর কাটলোনা,
পৃথিবীর আলপথে এলোনা,
নরম রোদ, প্রিয় সূর্যমুখীরা তাই,
অকালেই বুড়িয়ে গেলো।
বিপরীত মুখী দুজন মানব মানবী,
দেখতে পেলোনা,
কেউ কারুর অভিমানী চিবুক,
ঝুলে থাকা অন্ধকারে,
মিশে গেলো প্রজাপতি রঙ,
আঙিনাতে ভোরের ঘোষণা,
দিলোনা লাল ঝুটি মোরগ,
বাদুরের লাল চোখ ক্রমশ,
উজ্জীবিত হলো অন্ধকারে,
এ রাত ফুরোবেনা বলে,
ভোর পাঁচটার মোমেনশাহীর বাস,
পৌছুলোনা আর দিনাজপুরে।।