চলমান সংবাদ

পাহাড় কেটে শিক্ষা প্রকৌশলের ভবন নির্মাণ পরিবেশের মামলা, গ্রেপ্তার ২

নগরীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন নির্মাণের জন্য পাহাড় কাটার সময় দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের খুলশী এলাকায় সরকারি মহিলা কলেজের পাঁচতলা ভবন নির্মাণের জন্য কাটা হচ্ছিল পাহাড়। এ অভিযোগের সত্যতা পেয়ে ঠিকাদারসহ চারজনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করে পরিবেশ অধিদপ্তর। পরে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- মো. আকতার হোসেন (২০) ও মো. রাসেল (২০)। তারা দুজনই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারি। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনির হোসেন বলেন, ‘চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পাঁচ তলা ভবন নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের একটি টিম চট্টগ্রাম ক্যাম্পাস ভবনের পিছনের অংশে ঘটনার প্রমাণ পায়। পাহাড়ের যে অংশ কাটা হচ্ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ভবন নির্মাণের ছাড়পত্র নেয়ার সময় ২০১৮ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দীন পাহাড় কাটা হবে না বলে অঙ্গীকার করেন। গত ১৯ আগস্ট ঠিকাদার মহসীনও পাহাড় কাটা হবে না বলে অঙ্গীকার করেন। কিন্তু এটি অমান্য করে ভবন নির্মাণে এরই মধ্যে প্রায় ৪ হাজার ঘনফুট পাহাড় কাটা হয়েছে। খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান শাহিন বলেন, পাহাড় কাটার দায়ে শুক্রবার সন্ধ্যায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকার মো. মহসিন হায়দার ও সাব ঠিকাদার মো. শফিক, কর্মচারী আকতার হোসেন ও মো. রাসেলের নামে মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর তারা দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
# ১১.০৯.২০২১ চট্টগ্রাম #