চলমান সংবাদ

আলো জ্বলে না- এমন ফ্ল্যাটে চুরি করে তারা

মো. শরিফ (৩৮), মো. আব্দুল জলিলকে (৩০) সন্ধ্যা হলেই রিকশা নিয়ে রাস্তায় বের হন চুরি করতে। যেসব ফ্ল্যাটে আলো জ্বলে না, সেসব ফ্ল্যাটে রাতের বেলায় চুরি করার পরিকল্পনা করে তারা। একজনের কাজ রেঞ্জ ও ছেনী ব্যবহার করে দরজা ভেঙ্গে বা তালা কেটে বাসার ভেতরের জিনিস বাইরে নিয়ে আসা। আর অন্যজনের কাজ এই সময়ের মধ্যে বেগতিক কিছু নজরে আসলে ভেতরের জনকে খবর দেয়া। এভাবে তারা গত আট থেকে দশ বছরে অন্তত সাতশ’র মতো চুরির ঘটনা ঘটিয়েছেন। তাদের চুরি করা পণ্যের মধ্যে স্বর্ণালঙ্কার অর্ধেক দামে কিনে নিতেন এক স্বর্ণকার। শুধু কিনেই নিতেন না, চুরির জন্য আগেই বিনিয়োগ করতেন অগ্রিম টাকা। তবে এ চক্রের কারো আর রক্ষা হয়নি, সবারই ধরা পড়তে হয়েছে পুলিশের হাতে। বৃহস্পতিবার রাতে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার জেএমসেন স্কুলের সামনে শরীফ ও জলিলকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম। তাদের কাছ থেকে চুরি করার উপকরণ উদ্ধারের পাশপাশি তাদের দেওয়া তথ্যে গ্রেপ্তার করা হয় স্বর্ণকার প্রনব ধরকেও (৬৫)। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, শরীফ এবং জলিল আগে সিএনজি অটোরিকশা রিজার্ভ করে বাড়ি-ঘর সার্ভে করতো। এখন তারা সন্ধ্যায় রিকশায় চড়ে দেখে কোন ফ্ল্যাটে আলো জ্বলে কোন ফ্ল্যাটে আলো জ্বলে না। যেসব ফ্ল্যাটে আলো জলে না, পরিকল্পনা করে সেসব ফ্ল্যাটে রাতের বেলায় চুরি করে। চলতি বছরে নন্দনকান এলাকার হরিস দত্ত লেইন, নবাব সিরাজদৌল্লা রোড, রহমতগনঞ্জের পুরাতন কুসুমকুমারী স্কুল এলাকার তিনটি পৃথক চুরির ঘটনা ঘটে। তিনটা ঘটনাতেই থানায় মামলা দায়ের হয়। মামলাগুলো তদন্তে সংগ্রহ করা প্রতিটি সিসিটিভি ফুটেজের সঙ্গে গ্রেপ্তার শরিফ আর জলিলকেই দেখা গেছে। গ্রেপ্তারের পর তারা চুরির কথা স্বীকারও করেছে। শরিফ এর আগেও চকবাজার ও খুলশী থানায় চুরির ঘটনায় ৫ বার এবং জলিল চকবাজার থানায় ২ বার গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে এসে আবারো চুরিতে নেমে পড়ে। জিজ্ঞাসাবাদে তারা প্রনব ধর নামে এক স্বর্ণকারের কাছে চোরাই স্বর্ণ বিক্রির কথাও জানায়। তিনজনকে গ্রেপ্তারের পর আগের চুরির মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
# ১০.০৯.২০২১ চট্টগ্রাম #