চলমান সংবাদ

ভ্রাম্যমান আদালতের অভিযান নানা অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি, আয়োডিনবিহীন লবণ ব্যবহার এবং সংবাদপত্রে খাদ্যদ্রব্য রাখাসহ বিভিন্ন অপরাধে নগরের ৪ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নগরের আগ্রাবাদের হাজীপাড়া, চৌমুহনী, বাদামতলী ও আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অভিযানে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেয়া অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, নগরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর বিভিন্ন ধারায় ৮৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এছাড়া অভিযানে বাসি খাবার, অস্বাস্থ্যকরভাবে রক্ষিত খাদ্যোপকরণ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়। তিনি জানান, অভিযানে এসবি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৫ হাজার টাকা, ক্যাফে মোহাম্মদীয়া কাবাব অ্যান্ড বিরানি হাউসকে বাসি খাবার রাখায় ও আয়োডিনবিহীন লবণ ব্যবহার করায় ২৫ হাজার টাকা, লেমনগ্রাসকে ছাপা সংবাদঈল্ফ ব্যবহার করে খাদ্যোপকরণ সংরক্ষণ করায় ৩৫ হাজার টাকা এবং অতিথি হোটেলকে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, থালা-বাসন পরিষ্কারে জমানো পানি ব্যবহার, মূল্য তালিকা প্রদর্শন না করা ও কিচেনে খোলা ডাস্টবিন রাখায় ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) পাপিয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. হাসানুজ্জামান। এতে সহায়তা করেন এপিবিএন-৯ এর সদস্যরা। এদিকে ড্রাগ আইন ১৯৪০ এর ১৮ ধারায় বর্ণিত শর্ত ভঙ্গ করায় নগরের ৬টি ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানা করেছেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, ড্রাগ লাইসেন্স না থাকা, ফার্মাসিস্ট উপস্থিতি না থাকা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি ও মজুদ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধের মোড়কে লেবেলিং টেম্পারিং, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনুমোদনবিহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে ড্রাগ আইন ১৯৪০ এর ১৮ ধারায় বর্ণিত শর্ত ভঙ্গ করার অপরাধে নগরের ৬টি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে র‌্যাব-৭’র মেজর মেহেদী হাসান ও তার টিম সহায়তা করেন। এছাড়াও ঔষধ প্রশাসন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন। # ০৯.০৯.২০২১ চট্টগ্রাম #