চলমান সংবাদ

চট্টগ্রামে ভেজাল বিরোধী অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বিআরটিএ ও চমেক হাসপাতালে দালাল বিরোধী অভিযানের পর এবার ভেজাল বিরোধী অভিযানে নেমেছে র‌্যাব। মঙ্গলবার সকাল থেকে র‌্যাবের একাধিক টিম একযোগে বিভিন্ন এলাকায় ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। র‌্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, ‘সারাদেশের মত চট্টগ্রামেও ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান শুরু হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। একাধিক টিম কাজ করছে। নোংরা পরিবেশে বাসী খাবার বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আগ্রাবাদ সার্কেল এসি (ভূমি) মো. আল আমিন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নোংরা পরিবেশ, ক্ষতিকর রঙ মেশানো এবং পচা-বাসী খাবার তেলে ভেজে খাওয়ানোর অপরাধে নগরের ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগেও এ রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছিল। এরপরও বদলায়নি কুটুমবাড়ি রেস্টুরেন্টের পরিবেশ। এছাড়া নোংরা পরিবেশে বাসী খাবার বিক্রির দায়ে হালিশহর গাউসিয়া সুইটসকে ৫০ হাজার টাকা, খুলশী এলাকার একটি বেকারিকে ২৫ হাজার টাকা, অলংকার মোড়ের আলিফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, আগ্রাবাদ এলাকার সিজলকে কারখানাকে ১০ হাজার টাকা এবং ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাবার তৈরি, বিএসটিআই’র আনুমোদনহীন পণ্য এবং ওজনে আছে কারচুপির অভিযোগে খাজা বেকারি নামে এক প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এই অভিযান চালায়। এছাড়া সরকার হাটের ঘোষ ফুডকে ৩০ হাজার টাকা, আলাউদ্দিন বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাটহাজারী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান এ অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাব-৭ এর কমান্ডার মেজর মেহেদী হাসান, বিএসটিআইয়ের পরিদর্শক মো. মুকুল মৃধা, ফিল্ড অফিসার মোছা. জারিন তাসনিম সিলি।
# ০৭.০৯.২০২১ চট্টগ্রাম #