চলমান সংবাদ

সিআরবি রক্ষার সংগ্রাম লুটেরা-মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম

 “সিআরবি রক্ষার আন্দোলন শুধু গাছ রক্ষার আন্দোলন নয়, এই আন্দোলন মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে এবং এই মাফিয়ারা যাদের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত তাদের বিরুদ্ধেও।বাংলাদেশের মাফিয়াতন্ত্র পরিবেশ বিরোধী হিসেবে সমগ্র জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই মাফিয়ারা পরিবেশ বিধংসী। যার প্রমাণ রেল এবং ইউনাইটেডের হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে গত দু’মাস আন্দোলন হচ্ছে, অথচ এখনো পর্যন্ত হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল হয়নি। তাহলে বলতেই হচ্ছে সারাদেশে মাফিয়াতন্ত্র জনগণ নিরাপত্তার উপর চেপে আছে।আমাদের আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে।” শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিআরবি রক্ষা মঞ্চ’র ধারাবাহিক কর্মসূচী অংশ এবং শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রব’র পোট্রেটে স্বাক্ষর কর্মসূচীতে এ কথাগুলো বলেন। সিআরবি রক্ষা মঞ্চের নেতা মহিন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,রাজা মিয়া,এডভোকেট ভুলন লাল ভৌমিক,অধ্যাপক হোসাইন কবির,রিজওয়ানুর রহমান খান,সিদ্দিকুল ইসলাম,ডাঃ সুশান্ত বড়ুয়া,এডভোকেট শফিউদ্দিন কবির আবিদ, মাজহারুল ইসলাম তিতুমীর, এডভোকেট বিশুময় দেব,রায়হানউদ্দিন, রিপা মজুমদার, ঋজু লক্ষী অবরোধ, রিয়াদ রাসেল প্রমূখ। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক জাহেদ আলী যুবরাজ,জিহান করিম,সোহরাব হোসেন সৌরভের নেতৃত্বে চারুকলার শিক্ষার্থীবৃন্দ শহীদ আবদুর রবের ১৬ ফুট উঁচু পোর্ট্রেটটি নির্মাণ করেছেন। নেতৃবৃন্দ আগামীকাল ৪ সেপ্টেম্বর বিকাল ৩.৩০ টায় সিআরবি সাতরাস্তার মোড়ে শহীদ আব্দুর রবের বিশাল পোর্ট্রেট স্থাপন ও এ উপলক্ষ্যে আয়োজিত চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার আহবান জানান।
# ০৩.০৯.২০২১ চট্টগ্রাম #