চলমান সংবাদ

ফ্লাইওভার থেকে পড়ে যাওয়া জবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে পড়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবর হোসেন খানের মৃত্যু হয়েছে। তিনি ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আকবরের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুরান ঢাকার কলতা বাজারের একটি মেস বাসায় থাকতেন। খুলশী থানার উপ পরিদর্শক এসআই মোহাম্মাদ হোসাইন বলেন, ফ্লাইওভার থেকে নিচে পড়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবর হোসেন খান চারদিন পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার থেকে একটি মামলা করা হয়েছে, আমরা তদন্ত করছি। শুক্রবার (২৮ আগস্ট) জিইসি মোড় এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যান আকবর। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার পেছনে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আকবরের চাচা মো. হুমায়ুন জানান, মোবাইল ও মানিব্যাগ ছাড়াই আকবর ঢাকা থেকে বাসে চট্টগ্রামে এসেছিলেন। ব্যাগে ছিল ল্যাপটপ। তার বুকে ও পেটের বাম পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

# ০১.০৯.২০২১ চট্টগ্রাম #