চলমান সংবাদ

প্রবাসের সংবাদঃ মস্কোতে রবীন্দ্রনাথের ৮০তম প্রয়াণ দিবস পালিত

 গত ২৯ আগস্ট মস্কোস্থ  শ্রীচিন্ময় সেন্টার এর উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে রবীন্দ্রসংগীত পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকবি রবি ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশী রবীন্দ্রসংগীত শিল্পী প্রবীর কুমার সরকারের পরিচালনায় শ্রীচিন্ময় সেন্টারের সদস্য রুশ শিল্পীদের অংশগ্রহনে কয়েকটি রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়। আধুনিক বাদ্যযন্ত্রের সাথে পরিবেশিত রবীন্দ্রসংগীতগুলি উপস্হিত রুশ দর্শকদের কাছে ছিল দারুণ উপভোগ্য। প্রতিটি গানের কথা শ্রোতাদের সুবিধার্থে রুশ ভাষায় অনুবাদ করে পাঠ করা হয়। এছাড়াও রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্মের উপর এক সংক্ষিপ্ত প্রবন্ধ পাঠ করা হয়। উল্লেখ্য, বিশ্বজুড়েই শ্রীচিন্ময় সেন্টার নামে সংগঠনটি ঋষি অরবিন্দের অনুসারী যোগ গুরু, কবি ও লেখক শ্রীচিন্ময়ের ভারতীয় আধ্যাত্মিকতাবাদ ও মেডিটেশন নিয়ে কাজ করে। সাম্প্রতিক সময়ে মস্কোতে শিল্পী প্রবীর সরকারের তত্ত্বাবধানে সংগঠনটি একটি রবীন্দ্র সঙ্গীত চর্চাকেন্দ্রও চালু করেছে।
# ৩০ আগস্ট ২০২১, মস্কো #