চলমান সংবাদ

চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসব আড়ম্বরতা ছাড়াই উদযাপিত

করোনা মহামারীর কারণে গতবছরের মতো এবারও চট্টগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব কোন রকম আড়ম্বরতা ছাড়াই শুধু ধর্মীয় বিধি মোতাবেক পূজা-অর্চনার মধ্যে উদযাপন করা হয়েছে। হয়নি জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রাও। জন্মাষ্টমী উৎসবের খরচের অর্থ দিয়ে নগরীর দুই শতাধিক মঠ-মন্দিরে ও অনাথ আশ্রমের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। সোমবার (৩০ অক্টোবর) নগরীর জেএম সেন হলে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। জন্মাষ্টমী উৎসবের ১ম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। তিনি বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের পারস্পরিক সহাবস্থান এই ভূখ-ের চিরকালীন ঐতিহ্য। সেই অসাম্প্রদায়িক চেতনার বেদীমূলে দাঁড়িয়ে সাড়ে সাত কোটি বাঙালী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। যুগে যুগে সাম্প্রদায়িক অপশক্তি নানা অপকর্ম চালিয়ে মানুষে মানুষে বিভেদ বিভ্রান্তি সৃষ্টি করেছে। এখনো সেই অপশক্তি নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে সম্মিলিত শক্তি নিয়ে, সম্মিলিত ঐক্যের ভিত্তিতে এই অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ধর্মকে আমরা ধারণ করবো আমাদের আত্মবুদ্ধি ও আত্মবিকাশের জন্য কিন্তু কখনো ধর্মান্ধতাকে নয়। ধর্মান্ধতা মানুষকে অজ্ঞতা ও অন্ধকারের দিকে ঠেলে দেয়। ধর্ম হচ্ছে সত্য প্রতিষ্ঠার জন্য। অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করার জন্য নয়। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুকুমার চৌধুরীর ভার্চুয়াল সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ শক্তিনাথানন্দ মহারাজ ও শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। উদ্বোধক ছিলেন জন্মাষ্টমী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস। সুমন দেবনাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। বিশেষ অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন তালুকদার ও বিমল কান্তি দে, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক বিভিন্ন মঠ-মন্দির ও অনাথ আশ্রমের প্রতিনিধিদের মাঝে এক বস্তা চাল, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

# ৩০.০৮.২০২১ চট্টগ্রাম #