চলমান সংবাদ

চট্টগ্রামে করোনায় একদিনে ১০ মৃত্যু

চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। মৃত্যু হয়েছে ১০ জনের। শনাক্তের হার ১৩ শতাংশের বেশি। সংশ্লিষ্টরা বলছেন লকডাউন, গণটিকাদানের কারণে সংক্রমণ কমছে। এছাড়া করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ায় অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। সেকারণেও কমছে সংক্রমণ। চিকিৎসকরা বলছেন টিকা নিলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে লকাডাউন তুলে দিলেও স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে নজরদারির কথা বলছেন সংশ্লিষ্টরা। না হলে আবারও বাড়বে সংক্রমণ। চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ১৩৫ জন। শনাক্তের মধ্যে নগরে ৭২ হাজার ১০৭ জন। উপজেলায় ২৭ হাজার ২৮ জন। নতুন ১০ মৃত্যুর মধ্যে ৬ জন নগরের, ৪ জন উপজেলার। এ পর্যন্ত মোট ১২২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৮৮ জন নগরের। উপজেলায় মারা গেছেন ৫৩৭ জন। ৩০ আগস্ট সিভিল সার্জনের প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রামের ১ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ১৪৪ জনের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ জন ও উপজেলার ৫০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ রাউজানে ২০, সাতকানিয়া ৩, আনোয়ারায় ১, চন্দনাইশে ৬, পটিয়া ৬, বোয়ালখালী ২, রাঙ্গুনিয়া ১, হাটহাজারী ৩ ও সীতাকুণ্ডে ৮ জন করোনা শনাক্ত হয়েছে।। ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৯, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ২৩, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩২, এন্টিজেন টেস্ট ১৩ জনের দেহে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ১৭, শেভরনে ১, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৯, মেডিকেল সেন্টারে ৩ ও এপিক হেলথ কেয়ারে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
# ৩০.০৮.২০২১ চট্টগ্রাম #