চলমান সংবাদ

ট্রাক-ট্রেন সংঘর্ষ : সাত ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

কুমিল্লা বিশ্বরোডে ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেসের সাথে একটি ট্রাকের সংঘর্ষের পর ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় সাত ঘণ্টা বন্ধ ছিল চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ। লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নিলে অবশেষে রোববার সকাল ৯টার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার দিনগত রাত ২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাকসাম স্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কুমিল্লা স্টেশনে সিলেটে থেকে ছেড়ে চট্টগ্রামগামী উদায়ন এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়ে। সাত ঘণ্টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হলে আটকে পড়া ট্রেনগুলো ছেড়ে যায়। এদিকে ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষে ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
# ২৯/০৮/২০২১ চট্টগ্রাম #