শিল্প সাহিত্য

গন্ধরাজ

– শুক্লা ইফতেখার

কতো বর্ষার কতো ব্যাকুল প্রতীক্ষার পরও পরম
আদরে লাগানো গন্ধরাজ গাছটিতে ফুল আর ফোটে না,
সবুজ পাতার সংশয়ী কোলে সুবাসিত কলি আর আসে না।
যতো দিন যায়, কষ্টে কাটে তার স্বনামধন্য সৌরভের কল্পনায়–
যতো দিন যায়, সে ক্রমেই বাগানের আদর হারায়।
আজ তাকে শেকড়সুদ্ধু উপড়ে নিয়ে ছুঁড়ে ফেললাম।
আকাঙ্খা ও অতৃপ্তির দীর্ঘদিনের দ্বন্দ্ব নির্দ্বিধায় মিটিয়ে দিলাম।
একটা টব তো খালি হলো – খুউব দরকার ছিল।

# ২৮ আগস্ট ২০২১, চট্টগ্রাম #