চলমান সংবাদ

আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ইউনাইটেডের সাথে চুক্তি বাতিল না করলে,সিআরবি ঘেরাওসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে

– গণ মতবিনিময়সভা থেকে সিআরবি রক্ষা মঞ্চের হুঁশিয়ারি

আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ইউনাইটেডের সাথে চুক্তি বাতিল না করলে,সিআরবি ঘেরাওসহ কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষনা দিয়েছে সিআরবি রক্ষা মঞ্চ। আজ শুক্রবার (২৭ আগস্ট) সিআরবি শিরীষতলায় অনুষ্ঠিত গণ মতবিনিময়সভা হতে মঞ্চের সমন্বয়ক ডাঃ মাহফুজুর রহমান এ ঘোষণা দেন। তিনি বলেন,”আজকের গণ মতবিনিময়সভা থেকে চট্টগ্রামবাসীর গণরায় হলো সিআরবিতে কোনো ধরণের স্থাপনা নির্মাণ চলবে না।গত দেড় মাস আন্দোলন চালানোর পরও সরকার নির্বিকার। জনগণের আওয়াজ সরকারকে শুনতেই হবে।সিআরবিতে হাসপাতাল নির্মাণ বাতিলের ঘোষণা ছাড়া চট্টগ্রামবাসী আন্দোলন চালিয়ে যাবে,দিনে দিনে তা আরো কঠোর,কঠিন হবে।” শিল্পী দেওয়ান মামুন বলেন,প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল বাতিলের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালাতে হবে।সাংবাদিক জসিম উদ্দিন সবুজ বলেন,”যুদ্ধ করে এদেশ স্বাধীন হয়েছে।প্রয়োজনে যুদ্সিধ করে সিআরবি রক্ষা করবো। “জেসমিন সুলতানা পারু বলেন,সাফ কথা হলো সিআরবিতে কোনোই স্থাপনা নির্মাণ চলবেনা। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আজ বিকাল ৪ টায় সিআরবি শিরিষতলায় অনু্ষ্ঠিত গণ মতবিনিময়সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী দেওয়ান মামুন,প্লাস্টিক সার্জন ডাঃ বিজয় কৃষ্ণ দাশ,চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদ এর সদস্যসচিব জসিম চৌধুরী সবুজ,এডাবের সভাপতি জেসমিন সুলতানা পারু ও সদস্যসচিব উৎপল বড়ুয়া,সৃজনশীল প্রকাশনা পরিষদের শাহ আলম নিপু,সাবেক ছাত্র নেতা নুরুল আরশাদ চৌধুরী,ছড়াকার মোদাচ্ছের আলী,গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় সমন্বয়ক নাসিরউদ্দিন আহমেদ নাসু, আবৃত্তিকার রাশেদ হাসান,মোস্তফা কামাল যাত্রা,মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম,চাঁটগার বাণী সম্পাদক মোঃ ইউসুফ,নাট্যকার সাইফুল আলম,খেলাঘরের মোর্শেদুল আলম,শ্রমিক নেতা আবুল বশর,আবদুল মজিদ,কামাল উদ্দিন,সিআরবি এলাকাবাসীর পক্ষে সন্তোষ দাশ, শান্তনু দাশ, ,এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার,ছাত্রনেতা দীপা মজুমদার,ঋজু লক্ষী অবরোধ, ইনজামাম হুদা,কলি কায়েস,চাঁদের হাটের সম্রাট,নেসার আহমেদ,নাট্যকার মো আলী,প্রজন্ম চট্টগ্রামের চৌধুরী জসিমুল হক,জয়নাব বেগম,ওমর ফারুক,গণঅধিকার চর্চা কেন্দ্রের সোলেমান খান,জাহেদুল হক রনি,সমকজকর্মী শফিক আনোয়ার,শিক্ষক শাহানা আফরোজ,প্রাক্তন ছাত্রনেতা শফিকুল ইসলাম,আবদুল্লাহ আল ফয়সাল। মঞ্চে উপস্থিত ছিলেন সিআরবি রক্ষা মঞ্চের নেতৃবৃন্দ রাজা মিঞা, জাতীয় মুক্তি কাউন্সিল(পূর্ব-৩) এর সভাপতি এড ভুলন লাল ভৌমিক,অধ্যাপক আমির উদ্দিন,গণঅধিকার চর্চা কেন্দ্রের মশিউর রহমান খান, গণসংহতি আন্দোলন সমন্বয়কারী হাসান মারুফ রুমি,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সমন্বয়ক অপু দাশগুপ্ত,বাসদ নেতা মহিনউদ্দিন, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,জনস্বাস্হ্য অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব ডাঃ সুশান্ত বড়ুয়া,যতদূর গলা যায় এর পক্ষে ইন্দ্রানী ভট্টাচার্য্য সোমা,উদ্বিগ্ন নাগরিকবৃন্দ এর পক্ষে সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি রেজোয়ান রাজন,বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আসমা আক্তার,ফরহাদ জামান জনি ও রায়হান উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে সিআরবি নিয়ে খোলা নাটক ‘ক্ষুব্ধ স্বদেশীর গান’ পরিবেশন করে নাট্যাধার,শ্রুতি নাটকন’খ্যাতির বিড়ম্বনা’ পরিবেশন করেন মুরাদ হাসান,আজমল হোসেন,আশিকুর রহমান,সিমন্ত বড়ুয়া,নৃত্য পরিবেশন করে সৃজনশীল সাংস্কৃতিক অঙ্গন।

# ২৭/০৮/২০২১ চট্টগ্রাম #