চলমান সংবাদ

সিআরবিতে হাসপাতাল নির্মাণে ইউনাইটেডের সাথে রেলের চুক্তি বেআইনী ও অবৈধ,অবিলম্বে বাতিল করার দাবি আইনজীবিদের

“সিআরবিতে হাসপাতাল নির্মাণে ইউনাইটেডের সাথে রেলের চুক্তি বেআইনী ও অবৈধ।সিডিএর মাস্টারপ্ল্যানে ‘সিআরবি কে ‘ঐতিহ্য ও সংস্কৃতি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে ডিটেইল এরিয়া প্ল্যান অনুসারে সিআরবিতে কোন স্থাপনা নির্মাণের সুযোগ নেই,যা রাষ্ট্রীয় প্রজ্ঞাপন আকারে প্রকাশিত।রেলের সব জমি,সিআরবি জনগণের সম্পত্তি।রেল কর্তৃপক্ষ শুধু কেয়ারটেকার।  জনগণের সম্পত্তি- রেল কর্তৃপক্ষ জনগণের সম্মতি ছাড়া প্রাইভেট কোম্পানির হাতে  তুলে দিতে পরে না।ইউনাইটেডের সাথে এ অবৈধ চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। চট্টগ্রামের আইনজীবি সমাজ সিআরবি রক্ষার এ আন্দোলনে সর্বাত্মক সমর্থন জানাই।”

আজ চট্টগ্রামের আইনজীবিদের সাথে সিআরবি রক্ষা মঞ্চের মতবিনিময়সভায় আনজীবিরা এ মত রাখেন।

চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড সালাহউদ্দিন হায়দার চৌধুরীর সভাপতিত্বে  ও এড আমির আব্বাস তাপুর পরিচালনায় আজ ২৫ আগস্ট, দুপর ৩ টায় চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির ৩ নং মিলনায়তনে অনুষ্ঠিত  উক্ত মতবিনিময়সভায় বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান,আইনজীবি সমিতির সাবেক সভাপতি  এড কফিল উদ্দিন চৌধুরী,এড মুজিবুল হক,এড ডঃ হাফেজ  আহমেদ এড. শেখ জামিল আহসান,এড সরওয়ার কামাল,এড শফিউদ্দিন কবির আবিদ,এড বিশুময় দেব, এড.শাহাদত মানিক, এড সায়েরা ইয়াসমীন,এড লোকমান শাহ,এড শাহ আমিন,গণ অধিকার চর্চা কেন্দ্রের মশিউর রহমান খান,সিআরবি রক্ষা মঞ্চের সদস্য মহিন উদ্দিন প্রমুখ।

সভা থেকে আগামী ২৭ আগস্ট,বিকাল &৩ টায়,সিআরবি শিরীষতলায় গণ মতবিনিময়সভা সফল করার আহবান জানান।