চলমান সংবাদ

নোংরা পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, দণ্ড ২০ হাজার টাকা

চসিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃতে এ অভিযান পরিচালিত হয়। মারুফা বেগম নেলী বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুখাদ্য জেম, জেলী, লিচি, আইসবার ও ললিপপ উৎপাদন করায় একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। সার্বিক সহযোগিতা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

# ২৪.০৮.২০২১ চট্টগ্রাম #