চলমান সংবাদ

জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির জরুরি সভা জন্মাষ্টমীর শোভাযাত্রা হচ্ছে না

– এবারও উৎসবের অর্থে খাদ্যসামগ্রী যাবে অনাথালয়ে

আগামী ৩০ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। করোনা মহামারীর কারণে গতবছরের মতো এবারও চট্টগ্রামের ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে না। শুধু তা-ই নয়, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব কোন রকম আয়োজন ছাড়াই শুধু ধর্মীয় বিধি মোতাবেক পূজা-অর্চনার মধ্যে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। জন্মাষ্টমী উৎসবের খরচের অর্থ দিয়ে নগরীর দেড় শতাধিক মঠ-মন্দিরে ও প্রায় ৭-৮টি অনাথালয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। অনাথালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ আগস্ট) জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নগরীর জেএম সেন হলস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালে অংশ নেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুকুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জন্মাষ্টমী উৎসবের পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি, সারাদেশে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, উপজেলা কমিটি ও আঞ্চলিক কমিটির সম্মেলন হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর সেন বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়া উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে নগরীর দেড় শতাধিক মঠ-মন্দিরে ও প্রায় ৭-৮টি অনাথালয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়া অনাথালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাছে শিক্ষা উপকরণও বিতরণ করা হবে। রতন আচার্য্যরে সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদ কর্মকর্তা পরেশ চৌধুরী, চন্দন দাশ, আশীষ কুমার ভট্টাচার্য্য, লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, তাপস কুমার নন্দী, আশীষ চৌধুরী, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, অমিত চৌধুরী, সলিল গুহ, শংকর সেনগুপ্ত, হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক প্রমুখ। সভার শুরুতে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা এবং করোনা মহামারিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করা হয়।
# ২৪.০৮.২০২১ চট্টগ্রাম #